Lifetime Imprisonment in Bankura : খুনে অভিযুক্ত 7 আসামীর যাবজ্জীবন বাঁকুড়ায় - Lifetime Imprisonment in Bankura

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 20, 2022, 9:30 PM IST

2017 সালের খুনের ঘটনায় প্রায় পাঁচ বছর পর বৃহস্পতিবার সাত আসামীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল বিষ্ণুপুর মহকুমা আদালত (Lifetime Imprisonment in Bankura) । বাদশা মণ্ডল, মনসুর মণ্ডল, অমর মণ্ডল, রশিদ মণ্ডল, শেখ হোসেন, শেখ সাবের, আকবর মণ্ডল এই সাত ব্যক্তির বৃহস্পতিবার সাজা ঘোষণা হয় । 2017 সালের 7 এপ্রিল বাঁকুড়ার কোতুলপুর থানার অন্তর্গত খিরী খাঞ্জা গ্রামে ষোলআনার বুড়ো পীরের জলসাকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয় দুই পক্ষের । সেখানেই মতিয়ার রহমান নামে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হন । পরের দিন বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে তাঁকে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয় । এরপর 22 জনের নামে কোতুলপুর থানায় অভিযোগ দায়ের হলে সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ ধাপে ধাপে 22 জনকে গ্রেফতার করে ৷ শুরু হয় তদন্ত ৷ এই ঘটনায় বৃহস্পতিবার 7 জনের সাজা ঘোষণা করে বিষ্ণুপুর মহকুমা আদালত । বাকিদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না-থাকায় আগেই ছেড়ে দেওয়া হয় ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.