ইঞ্জিন নেই, ছুটছে বগি ; দেখুন ভিডিয়োয় - ইঞ্জিন ছাড়াই ছুটল বগি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 20, 2019, 3:13 PM IST

রেললাইনে ছুটে চলেছে বগি ৷ অথচ নেই ইঞ্জিন ৷ এমন ভাবেই প্রায় 10 কিমি ছুটল একটি মালগাড়ির 5টি বগি ৷ বীরভূমের মুরারইয়ের ঘটনা ৷ রাজগ্রাম স্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরে গোপালপুর পাথর শিল্পাঞ্চল । সেখানে মালবাহী ট্রেনটি পাথর লোড করার জন্য দাঁড়িয়েছিল । পাথর লোড করার সময় হঠাৎ ইঞ্জিন ছাড়াই ৫টি বগি ছুটতে শুরু করে । ওই ৫টি বগি ঢালু রেললাইনের দিকে গড়িয়ে রাজগ্রাম স্টেশনের দিকে ছুটে যায় প্রায় 10 কিলোমিটার । যে লাইনের উপর এমন ঘটনা ঘটেছে, সেই লাইনটি জনবসতিপূর্ণ এলাকায় মধ্যে দিয়ে যায় । বগিগুলি ওই এলাকায় কোনও কারণবশত লাইনচ্যুত হলেই বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত । ঘটনার পর রাজগ্রাম স্টেশনকে সতর্কবার্তা দেওয়া হয়, পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক করা হয় এইভাবে ইঞ্জিন ছাড়া বগি ছুটে আসার বিষয়ে । রাজগ্রাম স্টেশনের কাছাকাছি এসে বগিগুলি গতি হারালে দাঁড়িয়ে পড়ে । কী কারণে এই ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি । রেলের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত করা হবে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.