অসম ও বিহারের বন্যা কবলিতদের পাশে বিরাট-ঋদ্ধিরা, নিলামে তুলবেন ক্রিকেট সরঞ্জাম - সানিয়া মির্জা
🎬 Watch Now: Feature Video
বন্যায় ব্যপক ক্ষতি হয়েছে বিহার ও অসমের । দুটি রাজ্যেই মৃত্যু হয়েছে শতাধিক মানুষের । জলের তলায় অধিকাংশ গ্রাম । এই পরিস্থিতিতে বানভাসী মানুষদের পাশে দাঁড়ালেন ভারতীয় ক্রীড়াবিদরা । অর্থ সংগ্রহ করতে বিরাট কোহলি, ঋদ্ধিমান সাহা, সানিয়া মির্জা, হরমনপ্রীত কউররা নিজেদের মূল্যবান ক্রিকেট সরঞ্জাম নিলামে তুলবেন । নিলামের অর্থের পুরোটাই যাবে ত্রাণ তহবিলে ।