কেক কেটে শিলিগুড়িতে ক্লাবের শতবর্ষ পালন ইস্টবেঙ্গল সমর্থকদের - ইস্টবেঙ্গল
🎬 Watch Now: Feature Video
ইস্টবেঙ্গলের ঘরের মাঠ বলা হয় শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে । শিলিগুড়িতে লাল-হলুদের প্রচুর সমর্থকও রয়েছে । দলের শতবর্ষে তাই একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হল সেখানে । সকাল থেকেই সেখানে ভিড় করেন ইস্টবেঙ্গল সমর্থকরা । লাল-হলুদ পতাকায় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মুড়ে, কেক কেটে এবং ক্লাবের পতাকা উত্তোলন করে শতবর্ষ পালন করা হল ।