কাল জিতলেই লিগ চ্যাম্পিয়ন, উৎসবের ছোঁয়া বাগান শিবিরে
🎬 Watch Now: Feature Video
মোহনবাগানের অনুশীলনে দোল উৎসবের ছোঁয়া । দলের ফুটবলারদের সঙ্গে রঙের উৎসবে মাতলেন জোসেবা বেইতিয়া, ফ্রান গঞ্জালেসরা । তাঁদের আনন্দের রঙে বাড়তি মাত্রা যোগ হল রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের জয়ের খবর । মঙ্গলবার কল্যাণী স্টেডিয়ামে আইজল FC-র বিরুদ্ধে জয় আই লিগ খেতাবের রং সবুজ-মেরুন করে দেবে । কোচ কিবু ভিকুনাও অঙ্কটা জানেন । তবুও প্রতিপক্ষ সম্পর্কে সমীহর সুর তাঁর গলায় । ফুটবলারদের আত্মতুষ্ট হতে বারণ করেছেন । কার্ড সমস্যা কাটিয়ে আইজলের বিরুদ্ধে ফিরছেন তুর্সনোভ । চোট সারিয়ে দলে সম্ভবত থাকবেন ড্যানিয়েল সাইরাস ।