বুমরার গতি ও চাহালের ঘূর্ণিতে নাস্তানাবুদ দক্ষিণ আফ্রিকার ব্যাটিং : ভিডিয়ো - WORLD CUP
🎬 Watch Now: Feature Video
বোলারদের সৌজন্যে দক্ষিণ আফ্রিকাকে 227 রানে আটকে রেখেছিল ভারত । প্রথমে বুমরা ও মাঝের ওভারগুলোতে কুল-চা জুটি প্রোটিয়া ব্যাটিং লাইন আপে ধস নামায় । ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা । 6 ওভারে মাত্র 24 রানে দুই ওপেনারকে হারায় তারা । প্রথম স্পেলে 5 ওভারে মাত্র 12 রান দিয়ে দুই ওপেনারকে তুলে নেয় বুমরা । বুমরার প্রথম স্পেলের পর প্রোটিয়া ব্যাটসম্যানদের চাপে রাখে লেগ-স্পিনার যু়জবেন্দ্র চাহাল । 10 ওভারে 52 রান দিয়ে চারটি উইকেট তুলে নেয় চাহাল ।