জ্যোতি বসু মেমোরিয়াল ফাউন্ডেশন-এর উদ্যোগে হাসি ফুটল পিছিয়ে পড়া মানুষদের মুখে
🎬 Watch Now: Feature Video
পুজো মানে চুটিয়ে আনন্দ করা, পেট ভরে খাওয়া আর অবশ্য়ই ঠাকুর দেখা। পুজো নিয়ে প্ল্যানিংয়ের শেষ নেই আমাদের। কিন্তু, এমন অনেক পরিবার রয়েছে যারা দু'বেলা দু'মুঠো খেতে পারে না। তারা কি এই পুজোয় ব্রাত্য? একেবারেই নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নামে তৈরি জ্যোতি বসু মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে জয়জিৎ দাস মেমোরিয়াল স্কুলের দুঃস্থ বাচ্চাদের হাতে তুলে দেওয়া হল পুজোর নতুন পোশাক ও জুতো। অনুষ্ঠানের ভেনু ছিল জ্যোতি বসুর আদি বাড়ি, যেখান থেকে তিনি প্রথমবারের জন্য মুখ্য়মন্ত্রী হিসেবে নির্বাচিত হন। উপস্থিত ছিল ETV ভারত সিতারা।