ETV Bharat / state

এশিয়ার সেরার তালিকায় কলকাতা, যাদবপুর বিশ্ববিদ্যালয়; পিছিয়ে প্রেসিডেন্সি - QS ASIA UNIVERSITY RANKINGS

এশিয়ার কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং এ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কোর 37.1। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্কোর 42.4।

QS ASIA UNIVERSITY RANKINGS
এশিয়ার সেরার তালিকায় কলকাতা, যাদবপুর বিশ্ববিদ্যালয় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2024, 7:43 AM IST

কলকাতা, 17 নভেম্বর: এশিয়ার সেরা প্রতিষ্ঠানের তালিকায় নাম করে নিল কলকাতার দুটি নামকরা বিশ্ববিদ্যালয়। এশিয়ার কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং এর 250 এর মধ্যে দেখা গেল কলকাতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম। এছাড়াও, সেই তালিকায় রয়েছে খড়গপুর আইআইটি। তবে এই তালিকার 1000 এর মধ্যে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়। কিন্তু, যাদবপুর ও কলকাতার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দৌড়ে পিছিয়ে পড়ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।

এশিয়া 2025-এর জন্য কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং অনুযায়ী, IIT-খড়গপুর এশিয়া মহাদেশে 60তম এবং দক্ষিণ এশিয়ায় চতুর্থতম স্থান অর্জন করেছে ৷ কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় এশিয়ার শীর্ষ 250টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, এই মহাদেশে যথাক্রমে 179তম এবং 211তম স্থানে রয়েছে ৷ গত বছরের, এশিয়ার প্রতিষ্ঠানগুলির মধ্যে IIT-খড়গপুর 59তম স্থানে ছিল, কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল 187তম এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় ছিল 228তম স্থানে। তর্থাৎ, র‍্যাঙ্কিংয়ের নিরিখে গতবারের তুলনায় এবার বেশ কয়েক ধাপ উপরে উঠে এসেছে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷

এশিয়ার কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটির র‍্যাঙ্কিং এ স্কোর 37.1। ফলে তার র‍্যাঙ্কিং 211। তবে তার থেকে এগিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়। তার স্কোর 42.4। ফলে কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে 179 নম্বরে। তবে খড়গপুর আইআইটি রয়েছে 60 নম্বর। মূলত এই তিনটে বিশ্ববিদ্যালয় 250 র‍্যাঙ্ক‍‌ং এর মধ্যে রয়েছে। এই প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত বলেন, "বিশ্ববিদ্যালয় একাডেমিক , গবেষণা এবং আন্তর্জাতিক গবেষণা বিষয় উন্নতি দেখিয়েছে। বেশ কিছু বাধা সত্ত্বেও আমাদের ছাত্র, শিক্ষক এবং গবেষকদের কঠোর পরিশ্রমের প্রতিফলন এটা। "

অন্যদিকে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এশিয়ায় র‍্যাঙ্কিং 451-460 এর মধ্যে। মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে এশিয়ায় র‍্যাঙ্কিং 521-540 মধ্যে। বর্ধমান বিশ্ববিদ্যালয় রয়েছে এশিয়ায় র‍্যাঙ্কিং 621-640 মধ্যে। কল্যাণী বিশ্ববিদ্যালয় রয়েছে এশিয়ায় র‍্যাঙ্কিং 801-850। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রয়েছে এশিয়ায় র‍্যাঙ্কিং 801-850 এর মধ্যে। এছাড়া, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এশিয়ায় র‍্যাঙ্কিং 851-900 মধ্যে।

আরও পড়ুন
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ এসএফআইয়ের
ফের বহিরাগত আক্রমণে আতঙ্ক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, জরুরি বৈঠকে কর্তারা

কলকাতা, 17 নভেম্বর: এশিয়ার সেরা প্রতিষ্ঠানের তালিকায় নাম করে নিল কলকাতার দুটি নামকরা বিশ্ববিদ্যালয়। এশিয়ার কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং এর 250 এর মধ্যে দেখা গেল কলকাতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম। এছাড়াও, সেই তালিকায় রয়েছে খড়গপুর আইআইটি। তবে এই তালিকার 1000 এর মধ্যে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়। কিন্তু, যাদবপুর ও কলকাতার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দৌড়ে পিছিয়ে পড়ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।

এশিয়া 2025-এর জন্য কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং অনুযায়ী, IIT-খড়গপুর এশিয়া মহাদেশে 60তম এবং দক্ষিণ এশিয়ায় চতুর্থতম স্থান অর্জন করেছে ৷ কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় এশিয়ার শীর্ষ 250টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, এই মহাদেশে যথাক্রমে 179তম এবং 211তম স্থানে রয়েছে ৷ গত বছরের, এশিয়ার প্রতিষ্ঠানগুলির মধ্যে IIT-খড়গপুর 59তম স্থানে ছিল, কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল 187তম এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় ছিল 228তম স্থানে। তর্থাৎ, র‍্যাঙ্কিংয়ের নিরিখে গতবারের তুলনায় এবার বেশ কয়েক ধাপ উপরে উঠে এসেছে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷

এশিয়ার কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটির র‍্যাঙ্কিং এ স্কোর 37.1। ফলে তার র‍্যাঙ্কিং 211। তবে তার থেকে এগিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়। তার স্কোর 42.4। ফলে কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে 179 নম্বরে। তবে খড়গপুর আইআইটি রয়েছে 60 নম্বর। মূলত এই তিনটে বিশ্ববিদ্যালয় 250 র‍্যাঙ্ক‍‌ং এর মধ্যে রয়েছে। এই প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত বলেন, "বিশ্ববিদ্যালয় একাডেমিক , গবেষণা এবং আন্তর্জাতিক গবেষণা বিষয় উন্নতি দেখিয়েছে। বেশ কিছু বাধা সত্ত্বেও আমাদের ছাত্র, শিক্ষক এবং গবেষকদের কঠোর পরিশ্রমের প্রতিফলন এটা। "

অন্যদিকে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এশিয়ায় র‍্যাঙ্কিং 451-460 এর মধ্যে। মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে এশিয়ায় র‍্যাঙ্কিং 521-540 মধ্যে। বর্ধমান বিশ্ববিদ্যালয় রয়েছে এশিয়ায় র‍্যাঙ্কিং 621-640 মধ্যে। কল্যাণী বিশ্ববিদ্যালয় রয়েছে এশিয়ায় র‍্যাঙ্কিং 801-850। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রয়েছে এশিয়ায় র‍্যাঙ্কিং 801-850 এর মধ্যে। এছাড়া, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এশিয়ায় র‍্যাঙ্কিং 851-900 মধ্যে।

আরও পড়ুন
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ এসএফআইয়ের
ফের বহিরাগত আক্রমণে আতঙ্ক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, জরুরি বৈঠকে কর্তারা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.