মুক্তি পেল বাংলা ছবি 'আড্ডা'-র ট্রেলার

By

Published : Aug 22, 2019, 10:39 AM IST

thumbnail

বাঙালি বরাবরই আড্ডাপ্রিয় । পৃথিবীর যে প্রান্তেই বাঙালি থাকুক, তাদের আড্ডা চলবেই । কিন্তু নতুন প্রজন্মের কাছে আড্ডা কী, তা বড় পরদায় তুলে ধরলেন নবাগত পরিচালক দেবায়ুষ চৌধুরি । ছবির নামই 'আড্ডা' । গতকাল মুক্তি পেল ছবির ট্রেলার । ট্রেলার ছবির বিভিন্ন চরিত্রকে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন পরিস্থিতিতে আড্ডা দিতে দেখা গেল । ছবিতে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্য়সাচী চক্রবর্তী, সায়নী ঘোষ, ইন্দ্রাশিস রায়, সৌরভ দাস, প্রান্তিক ব্যানার্জি, দীপাংশু আচার্য ও ঋত্বিকা পাল । বাঙালির আড্ডা দেওয়ার প্রবণতাকে আরও বাড়িয়ে দিতে 13 সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে 'আড্ডা' ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.