দিঘায় মৎস্যজীবীদের জালে মরশুমের প্রথম তেলিয়া ভোলা, বিকোবে নিলামে - Telia Bhola Fish

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 12:59 PM IST

thumbnail
মৎস্যজীবীদের জালে মরশুমের প্রথম তেলিয়া ভোলা মাছ (ইটিভি ভারত)

Telia Bhola Fish: দিঘায় মৎস্যজীবীদের জালে উঠল মরশুমের প্রথম তেলিয়া ভোলা মাছ । মনে করা হচ্ছে, নিলামে এই মাছের দাম উঠবে লক্ষাধিক টাকা। এ দিন পূর্ব ভারতের নোনা মাছের সবথেকে বড় মৎস্য নিলাম কেন্দ্র পূর্ব মেদিনীপুরের দিঘা মোহনায় ওঠে একটি তেলিয়া ভোলা মাছ । যার ওজন হল 18 কিলো। নিলামে দাম উঠল প্রায় প্রতি কিলো বারো হাজার টাকা করে। এই খবর লেখা পর্যন্ত মাছটির নিলাম চলছে ৷ এই মাছটি কাঁথি থানার দু'নম্বর ব্লকের বাসিন্দা সুভাষ জানার নাগরাজ ট্রলারে ওঠে । এ দিন দিঘা মোহনার জিএনএফটি কাঁটায় মাছটি বিক্রির জন্য নিলামে তোলা হয় । এই মাছটি দেখতে ভিড় জমায় পর্যটক থেকে মৎস্য ব্যবসায়ীরা । কারণ এই মরশুমে প্রথম এত বড় তেলিয়া ভোলা মাছ পাওয়া গিয়েছে । এ দিন দিঘা মোহনার জিএনএফটি কাঁটার মালিক সুজিত কর জানান, এই মাছের পটকা থেকে জীবনদায়ী ঔষধ তৈরি হয় । সে কারণেই এই মাছের এত দাম। এই মাছটি গভীর সমুদ্রে পাওয়া যায় । চলতি বছরে প্রথম তেলিয়া ভোলা উঠল জালে ৷ এই মাছের পটকা বিদেশে রফতানি হয়।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.