হায়দরাবাদ, 17 ফেব্রুয়ারি: টুর্নামেন্ট শুরু হওয়ার 48 ঘণ্টা আগে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মাথাচাড়া দিল নয়া বিতর্ক ৷ আর সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভারত ৷ সম্প্রতি করাচি ন্যাশনাল স্টেডিয়ামের একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে নবনির্মিত স্টেডিয়ামে মাথায় অংশগ্রহণকারী বাকি দেশগুলির পতাকা দেখা গেলেও নেই ভারতের তেরঙা (যদিও ভিডিয়োটির সত্য়তা যাচাই করেনি ইটিভি ভারত) ৷ কেন ভারতীয় দলের পতাকা নেই সেখানে? বিতর্ক শুরু হয়েছে সোশাল মিডিয়ায় ৷
ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক যে তলানিতে, তা অজানা নয় অনুরাগীদের ৷ আর তাই নিরাপত্তাজনিত ইস্যুকে সামনে রেখে পাকিস্তানের মাটিতে আইসিসি ইভেন্টে অংশগ্রহণ করতে অস্বীকার করেছে ভারত ৷ ফলত চ্য়াম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে হাইব্রিড মডেলে ৷ ভারতীয় দল তাঁদের ম্য়াচগুলি খেলছে দুবাইয়ে ৷ যদিও পাকিস্তানের স্টেডিয়ামে ভারতের পতাকা না-থাকার কারণ এখনও স্পষ্ট নয়, তবে নেটিজেনদের একাংশের মতে ভারতীয় দল যেহেতু পাকিস্তানের মাটিতে খেলছে না; তাই পাকিস্তানের স্টেডিয়ামে ভারতের পতাকা রাখা হয়নি ৷ তবে বিষয়টি নিয়ে বিতর্ক তুঙ্গে ৷
No Indian Flag at Gaddafi Stadium 👌😎#GaddafiStadium #PakistanCricket pic.twitter.com/bYiFn8bCLX
— Ahtasham Riaz (@ahtashamriaz22) February 8, 2025
চ্য়াম্পিয়ন্স ট্রফির আগে করাচি স্টেডিয়ামের পাশাপাশি আমূল সংস্কার করা হয়েছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের ৷ সেখানেও দিনকয়েক আগে একটি অনুষ্ঠানের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ৷ সেখানেও ভারতের পতাকা রাখা হয়নি বলে দাবি করা হয়েছিল ৷ তবে করাচি স্টেডিয়ামের ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই ভারতের অনুরাগী মহলে শুরু হয়েছে নিন্দার ঝড় ৷ অনেকে আবার হতবাক ৷ অবশ্য এই ঘটনায় সেদেশের অনুরাগীমহলে প্রশংসা কুড়োচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ পিসিবি চেয়ারম্য়ান মহসিন নকভিকে সাবাশি দিচ্ছেন পাক সমর্থকরা ৷
No Indian flag in Karachi: As only the Indian team faced security issues in Pakistan and refused to play Champions Trophy matches in Pakistan, the PCB removed the Indian flag from the Karachi stadium while keeping the flags of the other guest playing nations.
— Nawaz 🇵🇰 (@Rnawaz31888) February 16, 2025
- Absolute Cinema,… pic.twitter.com/2zmcATn7iQ
পাক সমর্থকদের পাল্টা দিচ্ছেন ভারতীয় ফ্যানেরাও ৷ সবমিলিয়ে ভারত-পাক মহারণের দিনছ'য়েক আগে পতাকা বিতর্ক উত্তাপের আঁচটা কয়েকগুণ বাড়িয়ে দিল বলাই যায় ৷ যদিও তিন দশক বাদে সাফল্যের সঙ্গে আইসিসি'র এই টুর্নামেন্ট আয়োজন করতে বদ্ধপরিকর পিসিবি ৷ চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, চ্য়াম্পিয়ন্স ট্রফি সাফল্যের সঙ্গে আয়োজন করে পাকিস্তান প্রমাণ করতে চায় যে, সর্বোচ্চ স্তরের যে কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনে প্রস্তুত ৷ 19 ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্য়াম্পিয়ন্স ট্রফি ৷ বাংলাদেশের বিরুদ্ধে ভারত টুর্নামেন্টের প্রথম ম্যাচটি খেলবে দ্বিতীয়দিন অর্থাৎ, 20 ফেব্রুয়ারি ৷