সেক্টর ফাইভের হকার ইস্যুতে কড়া পুলিশ, ফুটপাত থেকে সরোনা হল বিক্রেতাদের জিনিস পত্র - hawker eviction in saltlake

🎬 Watch Now: Feature Video

thumbnail

সেক্টর ফাইভ এলাকার হকার পরিস্থিতি নিয়ে এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তারপরই পরই তৎপর হল পুলিশ প্রশাসন। সোমবার সেক্টর ফাইভের হকার পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "বাইরে থেকে লোকজন ট্রিপল টাঙিয়ে বসে যাচ্ছে ৷" মুখ্যমন্ত্রী এই কথার পরই নড়ে চড়ে পশে সল্টলেক পুলিশ প্রশাসন ৷ 

এরপরই সেক্টর ফাইভ এলাকা সরজমিনে ঘুরে দেখে ইলেকট্রনিক্স থানার পুলিশ। ফুটপাত দখল করে চলছে কারবার ৷ দোকানের সামনের রাস্তায় গ্যাস সিলিন্ডার রেখে চলছে রান্না, চেয়ার-টেবিল পেতে একেবারে ফুটপাত ছেড়ে রাস্তার উপরেই চলছে খাওয়া দাওয়া। দোকানের ছাউনি একেবারে রাস্তার উপরে নেমে এসেছে। আজ বিধাননগর পুলিশ কমিশনারেট এর অন্তর্গত ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশের পক্ষ থেকে এই সমস্ত দোকানদারকে তাদের সব জিনিসপত্র সরিয়ে নেওয়ার কথা বলা হয় ৷ যাতে নতুন করে কেউ এসে আবার ফুট দখল করে ব্যবসা করতে না বসে যায়, সেই বার্তা দেওয়া হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, এই নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থাও নেওয়া হবে ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.