কলকাতায় চালু হল লেডিস স্পেশাল বাস, খুশি মহিলা যাত্রীরা - Ladies Special Bus

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 4:06 PM IST

thumbnail
হাওড়া থেকে যাত্রা শুরু স্পেশাল বাসের (ইটিভি ভারত)

লেডিস স্পেশাল ট্রেন ছিলই ৷ এবার রাজ্যের মহিলাদের কথা ভেবে লেডিস স্পেশাল বাস চালু করল পশ্চিমবঙ্গ সরকার ৷ মঙ্গলবার হাওড়া থেকে যাত্রা শুরু করল এই বাস ৷ খুশি মহিলা যাত্রীরা । দেশ তথা রাজ্যে লেডিস স্পেশাল ট্রেনের নাম সকলে শুনলেও, লেডিস স্পেশাল বাস এবার প্রথম চালু হল রাজ্যে । মঙ্গলবার হাওড়ার বাস স্ট্যান্ড থেকে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরে পরীক্ষামূলকভাবে চালু হল 'লেডিস স্পেশাল বাস'। এই বাসে উঠতে পারবেন শুধুমাত্র মহিলারা যাত্রীরাই । প্রতিদিন সকাল 9টা 30 মিনিটে হাওড়ার বাস ডিপো থেকে ছাড়বে এই স্পেশাল বাস । পরিবহণ মন্ত্রী জানান, প্রতিদিন হাওড়ার বাস স্ট্য়ান্ড থেকে ছেড়ে বালিগঞ্জের উদ্দেশ্যে যাবে এই বাস ৷ বাসটি পার্ক স্ট্রিট, এলগিন রোড, রাসবিহারী হয়ে বালিগঞ্জ পৌঁছবে । এই বাসের চালক পুরুষ থাকলেও কন্ডাক্টর থাকবেন মহিলাই । হাওড়া থেকে আপাতত 1টি বাস চালু করা হয়েছে ৷ পরবর্তী সময়ে যাত্রীদের সংখ্যা বুঝে বাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী ৷ প্রতিদিন বিকেল 5টা 30 মিনিটে ফের বালিগঞ্জ থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে এই স্পেশাল বাস ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.