ট্রেন থেকে পড়ে গেলেন বৃদ্ধ, প্রাণ বাঁচালেন আরপিএফ জাওয়ান; রইল ভিডিয়ো - Madhupur–Giridih Train

By ETV Bharat Bangla Team

Published : Jun 27, 2024, 4:10 PM IST

thumbnail
মধুপুর স্টেশনে যাত্রীকে প্রাণে বাঁচালেন আরপিএফ জওয়ান

কথায় বলে,"রাখে হরি মারে কে"৷ এখানে স্বয়ং হরি রূপে ধরা দিলেন আরপিএফ জওয়ান ৷ পূর্ব রেলের আসানসোল বিভাগে 'জীবন রক্ষা' অভিযানে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ওই যাত্রীকে বাঁচিয়েছেন এক আরপিএফ জওয়ান । রেলসূত্রে খবর বুধবার আসানসোল ডিভিশনের মধুপুর স্টেশনে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে ঘটনাটি ৷ 

ফুটেজ থেকে দেখা গিয়েছে, এক প্রবীণ যাত্রী মধুপুর-গিরিধি চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন। সেই সময়ে তিনি কোনওভাবে বেসামাল হয়ে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝে পড়ে যান । সেই সময়ে স্টেশনে কর্মরত আরপিএফ আধিকারিক এমকে মণ্ডলের নজরে আসে ঘটনাটি ৷ মুহূর্তের মধ্যে ওই যাত্রীকে প্ল্যাটফর্মের মাঝে টেনে আনেন। 

অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ওই যাত্রী ৷ আরপিএফ অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন। পূর্ব রেলের পক্ষ থেকে ওই আরপিএফ আধিকারিকের সাহস, কর্তব্যনিষ্ঠা ও উৎকর্ষতাকে সাধুবাদ জানান হয়েছে। পাশাপাশি প্ল্যাটফর্মে উপস্থিত অন্য যাত্রীরাও ওই আরপিএফ কর্মীর সাহসিকতার প্রশংসা করেছেন।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.