ETV Bharat / health

ভুলেও এই জিনিসগুলি বাড়িতে রাখবেন না, জীবন হয়ে উঠতে পারে দুর্বিষহ - Vastu Tips For Home - VASTU TIPS FOR HOME

Vastu Shastra: বাস্তু অনুসারে, আমরা দৈনন্দিন জিনিসগুলিতে মনযোগ দিই তাহলে জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় ৷ এমনকিছু জিনিস বাড়িতে রাখা উচিত নয়, যেগুলি জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে ৷ কী কী জিনিস বাড়িতে রাখা উচিত নয়, জানালেন জ্যোতিষী রাহুল দে ৷

Vastu News
ঘরে এই জিনিসগুলি রাখা উচিত নয় (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 2:39 PM IST

হায়দরাবাদ: প্রতিটি ব্যক্তিই জীবনের প্রতিদিন নিজেকে খুশি দেখতে চান ৷ নিজের বা বাড়ির সুখ-সমৃদ্ধির জন্য আমরা দিনরাত পরিশ্রম করে থাকি ৷ অনেক সময় মানুষ পরিশ্রম করেও সফল হতে পারেন না। তবে বাড়িতে থাকা কিছু জিনিসও আপনার জীবনে আনতে পারে নানা সসম্যা ৷ আপনার ঘরে এমন জিনিস থাকলে, যার প্রভাব আপনার জীবন বদলে দিতে পারে বলে জানান জ্যোতিষী রাহুল দে৷

জেনে নিন বাড়িতে কী কী রাখবেন না ?

বাস্তুশাস্ত্র অনুযায়ী, যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় থাকে। বাড়িতে কখনও মাকসার জাল হতে দেবেন না ৷ বাস্তুমতে মাকসার জালকে নেতিবাচক প্রভাব হিসাবে ধরা হয় ৷ এতে আপনার ধার-দেনা বাড়িয়ে দিতে পারে ৷ তাই আপনার ঘর সবসবয় পরিষ্কার রাখুন ৷

বাড়িতে চিনামাটির ভাঙা কাপ, প্লেট রাখা উচিত নয় ৷ এতে আপনার বাড়িতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে ৷ ফলে আপনার সন্তান বা বাড়ির কোনও সদস্যের বিবাহে বাধা সৃষ্টি হতে পারে ৷

অনেকে বাড়িতে পুরনো জুতো পড়ে থাকে ৷ জ্যোতিষী বলেন, "এই জাতীয় জিনিস বাড়িতে নেতিবাচক প্রভাব ফেলে ৷" ফলে আপনার ঘরে রাহুর দশা দেখা দিতে পারে বলেও জানান তিনি ৷

ভাঙা আয়না বা বন্ধ ঘড়ি বাড়িতে রাখবেন না ৷ বন্ধ জিনিস আপনার জীবনেও প্রভাব ফেলতে পারে ৷ এটি কাজকর্মে বাধা সৃষ্টি করতে পারে ৷

দেবদেবীর ভাঙা মূর্তি ঘরে রাখা উচিত নয় ৷ এছাড়াও জ্যোতিষীর মতে, দরকার না-থাকলে পুরনো কাপড়ের কোনও জিনিস রাখা উচিত নয় ৷ পারলে সেগুলি দরিদ্র মানুষদের দান করে দেওয়া ভালো ৷

বাড়িতে জলের কল খারাপ থাকলে সেগুলি ঠিক করে নেওয়া ভালো ৷ কারণ খারাপ কল থেকে জল পড়তে থাকলে মানসিক সমস্যা সৃষ্টি হয় ৷ বাড়িতে নেতিবাচক প্রভাব পডতে পারে ৷

হায়দরাবাদ: প্রতিটি ব্যক্তিই জীবনের প্রতিদিন নিজেকে খুশি দেখতে চান ৷ নিজের বা বাড়ির সুখ-সমৃদ্ধির জন্য আমরা দিনরাত পরিশ্রম করে থাকি ৷ অনেক সময় মানুষ পরিশ্রম করেও সফল হতে পারেন না। তবে বাড়িতে থাকা কিছু জিনিসও আপনার জীবনে আনতে পারে নানা সসম্যা ৷ আপনার ঘরে এমন জিনিস থাকলে, যার প্রভাব আপনার জীবন বদলে দিতে পারে বলে জানান জ্যোতিষী রাহুল দে৷

জেনে নিন বাড়িতে কী কী রাখবেন না ?

বাস্তুশাস্ত্র অনুযায়ী, যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় থাকে। বাড়িতে কখনও মাকসার জাল হতে দেবেন না ৷ বাস্তুমতে মাকসার জালকে নেতিবাচক প্রভাব হিসাবে ধরা হয় ৷ এতে আপনার ধার-দেনা বাড়িয়ে দিতে পারে ৷ তাই আপনার ঘর সবসবয় পরিষ্কার রাখুন ৷

বাড়িতে চিনামাটির ভাঙা কাপ, প্লেট রাখা উচিত নয় ৷ এতে আপনার বাড়িতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে ৷ ফলে আপনার সন্তান বা বাড়ির কোনও সদস্যের বিবাহে বাধা সৃষ্টি হতে পারে ৷

অনেকে বাড়িতে পুরনো জুতো পড়ে থাকে ৷ জ্যোতিষী বলেন, "এই জাতীয় জিনিস বাড়িতে নেতিবাচক প্রভাব ফেলে ৷" ফলে আপনার ঘরে রাহুর দশা দেখা দিতে পারে বলেও জানান তিনি ৷

ভাঙা আয়না বা বন্ধ ঘড়ি বাড়িতে রাখবেন না ৷ বন্ধ জিনিস আপনার জীবনেও প্রভাব ফেলতে পারে ৷ এটি কাজকর্মে বাধা সৃষ্টি করতে পারে ৷

দেবদেবীর ভাঙা মূর্তি ঘরে রাখা উচিত নয় ৷ এছাড়াও জ্যোতিষীর মতে, দরকার না-থাকলে পুরনো কাপড়ের কোনও জিনিস রাখা উচিত নয় ৷ পারলে সেগুলি দরিদ্র মানুষদের দান করে দেওয়া ভালো ৷

বাড়িতে জলের কল খারাপ থাকলে সেগুলি ঠিক করে নেওয়া ভালো ৷ কারণ খারাপ কল থেকে জল পড়তে থাকলে মানসিক সমস্যা সৃষ্টি হয় ৷ বাড়িতে নেতিবাচক প্রভাব পডতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.