ETV Bharat / state

জামশেদপুরে গুলি চালিয়ে কলকাতায় গা ঢাকা দেওয়ার চেষ্টা, ক্যাব চালকের বুদ্ধিতে জালে দুষ্কৃতী - JAMSHEDPUR CRIMINAL ARRESTED

চারজন দুষ্কৃতীকে নিয়ে অ্যাপ ক্যাবের চালক সোজা পুলিশের কাছে গিয়ে হাজির হন ৷ তিনজন আভাস পেয়ে পালিয়ে গেলেও একজনকে পাকড়াও করেছে পুলিশ ৷

Jamshedpur criminal arrested
প্রগতি ময়দান থানা এলাকার বেলেঘাটায় ঘটনাটি ঘটে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2025, 4:13 PM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি: রেল স্টেশন থেকে অ্যাপ ক্যাবে ওঠে ভিনরাজ্যের চারজন দুষ্কৃতী ৷ রাস্তায় যেতে যেতে তাদের কথাবার্তা শুনে সেটা আন্দাজ করেন ক্যাবের চালক ৷ তিনি এও বুঝতে পারেন, তারা কোনও গুলি চালানোর ঘটনার সঙ্গে যুক্ত ৷ তাই দেরি না করে সোজা ক্যাব নিয়ে তিনি ঢুকে পড়েন ট্রাফিক গার্ডে ৷ তাঁর তৎপরতায় পুলিশের হাতে ধরা পড়ে একজন দুষ্কৃতী ৷ বাকি তিনজন অবশ্য পালিয়ে যায় ৷ তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে প্রগতি ময়দান থানার বেলেঘাটায় ৷

এই ঘটনায় কলকাতা পুলিশের ডিসি (ইস্ট) আরিশ বিলাল ইটিভি ভারতকে বলেন, "মহম্মদ আসিফ নামে একজনকে আমরা ধরেছি । গোটা বিষয়টি খতিয়ে দেখছি ৷"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই চারজন দুষ্কৃতী ঝাড়খণ্ডের জামশেদপুরের ৷ তারা জামশেদপুরের বিষ্ণুপুর থানা এলাকায় তিন রাউন্ড গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত ৷ দুষ্কৃতীরা সেখান থেকে ঘটনা ঘটিয়ে চলে আসে ঘাটশিলায় । পরে সেখান থেকে ট্রেন ধরে তারা বুধবার রাতে সাঁতরাগাছি স্টেশনে নামে । এরপর স্টেশনের বাইরে থেকে তারা অনলাইনে একটি অ্যাপ ক্যাব বুক করে ।

ক্যাবে ওঠা থেকেই চার যুবকের কথা শুনে সন্দেহ হয় চালকের । পরে যখন চালক ক্যাবটি নিয়ে বাইপাসের উপরে ওঠেন, সেই সময় তাদের মুখে গুলি চালানোর কথা শুনে তাঁর সন্দেহ আরও প্রকট হয় । তিনি বুঝতে পারেন, আরোহীরা কোনও দুষ্কর্মের সঙ্গে যুক্ত ৷ এরপরেই তিনি সরাসরি ক্যাবটি নিয়ে প্রগতি ময়দান থানা এলাকার বেলেঘাটা ট্রাফিক গার্ডে নিয়ে চলে আসেন এবং গোটা বিষয়টি পুলিশকে জানায় ।

পুলিশকে আসতে দেখে ক্যাবের দরজা খুলে চম্পট দেয় চারজনের মধ্যে তিনজন । ধরা পড়ে কেবল একজন দুষ্কৃতী ৷ তার নাম মহম্মদ আসিফ । গ্রেফতারির পর তাকে জেরা করে পুলিশ জানতে পারে, তার এক আত্মীয় কলকাতায় থাকে । সেখানেই এসে আশ্রয় নিতে চেয়েছিল দুষ্কৃতীরা ৷ আসিফের সেই আত্মীয়র সঙ্গেও কথা বলে পুলিশ । তিনি আসিফকে চিহ্নিত করেন বলে সূত্রের খবর ৷ একই সঙ্গে আসিফের ফোনে জামশেদপুরের গুলি চালানোর ঘটনার খবরের কিছু পেপার কাটিং মিলেছে ৷ ফোনে সেগুলি দেখে পুলিশের সন্দেহ আরও তীব্র হয় যে আসিফ ওই ঘটনায় যুক্ত ৷

জানা গিয়েছে, গুলি চালানোর ঘটনার তদন্তে নেমেছে জামশেদপুর পুলিশ । রাতেই লালবাজারের তরফে খবর দেওয়া হয় জামশেদপুরের বিষ্ণুপুর থানায় । এরপর সেখানকার পুলিশ বৃহস্পতিবার কলকাতায় আসে । ওই দুষ্কৃতীকে তারা ট্রানজিট রিমান্ডে জামশেদপুরে নিয়ে যেতে চাইছে । পাশাপাশি জামশেদপুরে গুলি চালানোর ঘটনায় পলাতক বাকি তিনজনের খোঁজ শুরু করেছে লালবাজার ।

কলকাতা, 20 ফেব্রুয়ারি: রেল স্টেশন থেকে অ্যাপ ক্যাবে ওঠে ভিনরাজ্যের চারজন দুষ্কৃতী ৷ রাস্তায় যেতে যেতে তাদের কথাবার্তা শুনে সেটা আন্দাজ করেন ক্যাবের চালক ৷ তিনি এও বুঝতে পারেন, তারা কোনও গুলি চালানোর ঘটনার সঙ্গে যুক্ত ৷ তাই দেরি না করে সোজা ক্যাব নিয়ে তিনি ঢুকে পড়েন ট্রাফিক গার্ডে ৷ তাঁর তৎপরতায় পুলিশের হাতে ধরা পড়ে একজন দুষ্কৃতী ৷ বাকি তিনজন অবশ্য পালিয়ে যায় ৷ তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে প্রগতি ময়দান থানার বেলেঘাটায় ৷

এই ঘটনায় কলকাতা পুলিশের ডিসি (ইস্ট) আরিশ বিলাল ইটিভি ভারতকে বলেন, "মহম্মদ আসিফ নামে একজনকে আমরা ধরেছি । গোটা বিষয়টি খতিয়ে দেখছি ৷"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই চারজন দুষ্কৃতী ঝাড়খণ্ডের জামশেদপুরের ৷ তারা জামশেদপুরের বিষ্ণুপুর থানা এলাকায় তিন রাউন্ড গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত ৷ দুষ্কৃতীরা সেখান থেকে ঘটনা ঘটিয়ে চলে আসে ঘাটশিলায় । পরে সেখান থেকে ট্রেন ধরে তারা বুধবার রাতে সাঁতরাগাছি স্টেশনে নামে । এরপর স্টেশনের বাইরে থেকে তারা অনলাইনে একটি অ্যাপ ক্যাব বুক করে ।

ক্যাবে ওঠা থেকেই চার যুবকের কথা শুনে সন্দেহ হয় চালকের । পরে যখন চালক ক্যাবটি নিয়ে বাইপাসের উপরে ওঠেন, সেই সময় তাদের মুখে গুলি চালানোর কথা শুনে তাঁর সন্দেহ আরও প্রকট হয় । তিনি বুঝতে পারেন, আরোহীরা কোনও দুষ্কর্মের সঙ্গে যুক্ত ৷ এরপরেই তিনি সরাসরি ক্যাবটি নিয়ে প্রগতি ময়দান থানা এলাকার বেলেঘাটা ট্রাফিক গার্ডে নিয়ে চলে আসেন এবং গোটা বিষয়টি পুলিশকে জানায় ।

পুলিশকে আসতে দেখে ক্যাবের দরজা খুলে চম্পট দেয় চারজনের মধ্যে তিনজন । ধরা পড়ে কেবল একজন দুষ্কৃতী ৷ তার নাম মহম্মদ আসিফ । গ্রেফতারির পর তাকে জেরা করে পুলিশ জানতে পারে, তার এক আত্মীয় কলকাতায় থাকে । সেখানেই এসে আশ্রয় নিতে চেয়েছিল দুষ্কৃতীরা ৷ আসিফের সেই আত্মীয়র সঙ্গেও কথা বলে পুলিশ । তিনি আসিফকে চিহ্নিত করেন বলে সূত্রের খবর ৷ একই সঙ্গে আসিফের ফোনে জামশেদপুরের গুলি চালানোর ঘটনার খবরের কিছু পেপার কাটিং মিলেছে ৷ ফোনে সেগুলি দেখে পুলিশের সন্দেহ আরও তীব্র হয় যে আসিফ ওই ঘটনায় যুক্ত ৷

জানা গিয়েছে, গুলি চালানোর ঘটনার তদন্তে নেমেছে জামশেদপুর পুলিশ । রাতেই লালবাজারের তরফে খবর দেওয়া হয় জামশেদপুরের বিষ্ণুপুর থানায় । এরপর সেখানকার পুলিশ বৃহস্পতিবার কলকাতায় আসে । ওই দুষ্কৃতীকে তারা ট্রানজিট রিমান্ডে জামশেদপুরে নিয়ে যেতে চাইছে । পাশাপাশি জামশেদপুরে গুলি চালানোর ঘটনায় পলাতক বাকি তিনজনের খোঁজ শুরু করেছে লালবাজার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.