করাচি, 20 ফেব্রুয়ারি: ঘরের মাঠে চ্য়াম্পিয়ন্স ট্রফির প্রথম ম্য়াচে বড় ব্যবধানে হারতে হয়েছে নিউজিল্যান্ডের কাছে ৷ আগামী 23 ফেব্রুয়ারি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের ৷ তার আগে পাকিস্তান শিবিরে বড় ধাক্কা ৷ গোদের উপর বিষফোঁড়ার মত পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ওপেনার ফকহর জামান ৷ বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচের প্রথম ওভারে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন বাঁ-হাতি ব্য়াটার ৷ সেই চোটই টুর্নামেন্ট থেকে ছিটকে দিল ফকহরকে ৷
যদিও ইতিমধ্যেই পরিবর্ত হিসেবে ইমাম-উল-হকের নাম ঘোষণা করেছে পাকিস্তান শিবির ৷ তবে ফকহরের ছিটকে যাওয়া ভারতের বিরুদ্ধে ম্য়াচের আগে নিঃসন্দেহে অনেকটা ব্য়াকফুটে ঠেলে দেবে পাক শিবিরকে ৷ 2017 পাকিস্তানের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে ব্য়াট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বাঁ-হাতি ওপেনার ৷ ফাইনালে ভারতের বিরুদ্ধে 106 বলে ঝোড়ো 114 রানের ইনিংস এসেছিল তাঁর ব্য়াটে ৷
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে গোড়ালি মচকে যাওয়ার কারণে ফার্স্ট চয়েজ ওপেনার সঈম আয়ুব আগেই ছিটকে গিয়েছিলেন ৷ পরিবর্তে ঘরের মাঠে আইসিসি ইভেন্টের জন্য ফকহর জামানকে স্কোয়াডে জায়গা দিয়েছিল পাক নির্বাচক কমিটি ৷ এবার ছিটকে গেলেন ফকহরও ৷ বুধবার প্রথম ওভারে বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ওপেনার ৷ তবে কোমরে না হাঁটুতে? কোথায় তিনি চোট পেয়েছেন, সে বিষয়টি অবশ্য এখনও স্পষ্ট নয় ৷ অবশ্য কিউয়িদের বিরুদ্ধে পরবর্তীতে ফিল্ডিং করতে নেমেছিলেন ফকহর ৷
Big blow for Pakistan ahead of the much-anticipated contest against India at #ChampionsTrophy 👀https://t.co/85kjiSe0m6
— ICC (@ICC) February 20, 2025
ওপেন না-করলেও চার নম্বরে ব্য়াটিংয়েও নেমেছিলেন তিনি ৷ তবে ব্য়াটিংয়ের মাঝে যথেষ্ট অস্বস্তি অনুভব করেন ফকহর ৷ ফিজিয়োর শুশ্রূষায় ব্য়াটিং চালিয়ে গেলেও 41 বলে 24 রানের বেশি দীর্ঘ হয়নি তাঁর ইনিংস ৷ আর বৃহস্পতিবার দুপুরো টুর্নামেন্ট থেকে ফকহরের পুরোপুরি ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করে পিসিবি ৷ পরিবর্তে সুযোগ পাওয়া ইমাম-উল-হকের ওডিআই রেকর্ড খুব একটা মন্দ নয় ৷ 72টি ওডিআই খেলা বাঁ-হাতি ওপেনারের ঝুলিতে রয়েছে ন'টি শতরান ৷ তবে পাকিস্তানের হয়ে শেষ ওয়ান-ডে ম্য়াচটি তিনি খেলেছেন দেড় বছর আগে ৷ এখন দেখার, সুযোগের সদ্ব্যবহার তিনি কতটা করতে পারেন ৷