ওদের মুখেও হাসি ফুটুক এবার পুজোয় - rajatabha dutta

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 5, 2019, 12:58 PM IST

আর কয়েকদিনের মধ্যেই বাঙালি মেতে উঠবে দুর্গা পুজোর আনন্দে । পুজো আসা মানেই নতুন জামাকাপড় থেকে জুতো, ঘড়ি, সাজার হরেক রকম জিনিস কেনাকাটার ভিড় দোকানে দোকানে । কিন্তু এমন অনেকে আছেন যাদের কাছে দুর্গা পুজো আর পাঁচটা দিনের মতো । ক্ষমতা নেই নতুন জামা কেনার । কেউ ভিক্ষে করে দিন কাটান, কেউ খাবারের সন্ধানে ঘুরে বেড়ান । তাঁদের পক্ষে সম্ভব নয় ছেলেমেয়েদের নতুন জামা কিনে দেওয়া । সেই সমস্ত পথশিশু ও দুঃস্থ শিশুরা যদি নতুন জামাকাপড় পায়, ঠাকুর দেখার সুযোগ পায় তবে তারাও অন্যদের মতো পুজোর আনন্দে মেতে উঠতে পারে । তাদের এই স্বপ্নকে বাস্তবায়িত করতে কলকাতার এক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজন করা হয় অনুষ্ঠানের । সেখানে অভিনেতা রজতাভ দত্ত ও সঙ্গীত পরিচালক অনুপম রায়ের উপস্থিতিতে পথ শিশুদের হাতে নতুন জামাকাপড় তুলে দেওয়া হয় ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.