Amrapali shooting: বোলপুরে শুটিং চলছে রাজা চন্দর আম্রপালির - আম্রপালি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 3, 2021, 12:18 PM IST

বোলপুরে শুরু হয়েছে রাজা চন্দর ছবি (Raja Chanda film) 'আম্রপালি'র শ্যুটিং (shooting of Amrapali)। ছবির (Bengali cinema) মুখ্য চরিত্রে অভিনয় করছেন সোমরাজ, বনি সেনগুপ্ত ও আয়ূষী তালুকদার । 'আমার আপনজন'-এর পর আর প্রেমের কাহিনি বানাননি পরিচালক রাজা চন্দ । এ বার ফের হাত দিয়েছেন প্রেমের গল্পে । ত্রিকোণ প্রেমের কাহিনি নিয়ে তৈরি হচ্ছে 'আম্রপালি'। রাজা চন্দ নিজেই চিত্রনাট্য লিখেছেন । সোমরাজ অভিনীত চরিত্রটির বাবা চান, গ্রামে গিয়ে তাঁর ছেলের সৎ পথে রাজনৈতিক ভিতটা পোক্ত হোক । বাকিটা চমক। রিয়েল লাইফে সোমরাজের সঙ্গে আয়ূষীর সম্পর্কের কথা সকলেরই জানা । এ বার রিল লাইফে সোমরাজের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন আয়ূষী । তাই খুবই এক্সাইটেড অভিনেত্রী । ছবিটি মুক্তি পাবে এসসি এন্টারটেইনমেন্ট এলএলপি'র ব্যানারে । পরিচালক রাজা চন্দ বলেন, "এই ছবিতে তিনজন মুখ্য চরিত্রের মধ্যে যেমন রেষারেষি আছে, তেমন বন্ধুত্বও আছে । তবে এটা আর বলতে বাকি রাখে না যে বনি, সোমরাজ আর আয়ূষীর এই ছবি এক ভিন্ন ধারার প্রেমের গল্প উপহার দেবে বাংলা সিনেমাপ্রেমীদের ।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.