"আমি অ্যাক্সিডেন্টাল অভিনেত্রী" : রুক্মিনী - dev
🎬 Watch Now: Feature Video
রুক্মিনী মৈত্র। পারিবারিক ঐতিহ্য মেনে তাঁর হওয়ার কথা ছিল একজন উকিল। কিন্তু, ছোটো থেকেই তাঁর ইচ্ছে ছিল মডেলিং করার। মাত্র 13 বছর বয়সে বিনোদন দুনিয়াতে তিনি পা রাখেন। সেই থেকে দেখতে দেখতে দেশ-বিদেশে তিনি মডেলিং করেন। আর হঠাৎ করেই চলে আসেন অভিনয়ে। প্রথম ছবি 'চ্যাম্প'। বক্স অফিসে হিট। ব্যাস আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সামনেই মুক্তি পাচ্ছে রাজা চন্দের ছবি 'কিডন্য়াপ'। সাংবাদিক মেঘনার চরিত্রে আছেন তিনি। নতুন ছবি নিয়েই রুক্মিনীর সঙ্গে জমিয়ে আড্ডা দিল ETV Bharat।