মুক্তি পেল অর্জুন দত্তর প্রথম ছবি 'অব্যক্ত' - অর্পিতা চট্টোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
বিভিন্ন ফেস্টিভালে প্রশংসিত হয়েছে পরিচালক অর্জুন দত্তর ছবি 'অব্যক্ত'। এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল সেই ছবি । দক্ষিণ কলকাতার একটি মাল্টিপ্লেক্সে হয়ে গেল ছবির প্রিমিয়ার । ছবিটি দেখতে এসেছিলেন একাধিক তারকা । তাঁদের মধ্যে অনেকে ছবিটি ফেস্টিভালে দেখার পর আরও একবার দেখতে এসেছিলেন । শুধুমাত্র বন্ধু অর্জুনের জন্য । ছবি নিয়ে কী বললেন তারকারা ? দেখুন ভিডিয়ো...