ঢাকা, 29 ডিসেম্বর: বাংলাদেশের চট্টগ্রামের বন্দরে করাচি থেকে এলো জাহাজ। কী আছে তাতে? জানলে চোখ কপালে উঠবে। এ নিয়ে এক্স হ্যান্ডেলে বিস্ফোরক দাবি করেছে আওয়ামী লিগ। তাতে দেখা যাচ্ছে, চট্টগ্রাম বন্দরের থাকা জাহাজ থেকে বিপুল পরিমাণ বোঝাই করা রয়েছে বিস্ফোরক ৷ করাচি থেকে আসা জাহাজটি থেকে নামানো হয়েছে বহু কন্টেনারও । তার মধ্যে লেখা 'এক্সপ্লোসিভ[' ৷ এসমস্ত কিছুই জানা গিয়েছে বাংলাদেশে গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া দল আওয়ামী লিগের পোস্ট থেকে ৷
এছবি প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে ৷ প্রশ্ন উঠছে তলে তলে কি অন্য কোনও ফন্দি আঁটছে বাংলাদেশ? আওয়ামী লিগের তরফে করা পোস্টে লেখা হয়েছে, "গত 21 ডিসেম্বরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছয় 'এমভি ইউয়ান জিয়াং ফা ঝং' নামের একটি জাহাজ। পাকিস্তানের করাচি থেকে জাহাজটি আসে। সেই জাহাজ থাকা কন্টেনারগুলি থেকে একটিতে পাওয়া যায় 'সেসমিক ইমালশন এক্সপ্লোসিভ'। আওয়ামী লিগের অভিযোগ, পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে বিস্ফোরকগুলি আনা হয়েছে ৷
A consignment of dangerous explosives arrived at #Chattogram Port from Karachi, Pakistan, on Dec. 21, according to sources. These #explosives, namely Seismic Emulsion Explosive', are capable of destroying large structures and causing significant casualties.
— Awami League (@albd1971) December 28, 2024
A port official… pic.twitter.com/QdH5la1exp
যদিও, এনিয়ে বাংলাদেশি সংবাদমাধ্যমেরই লিঙ্ক এক্সে পোস্ট করে আওয়ামী লিগ। পাশাপাশি যে ছবি সামনে এসেছে, তাতে স্পষ্ট যে এটা বিস্ফোরক। দাবি করা হচ্ছে, এগুলি বড় বড় বিল্ডিং উড়িয়ে দিতে পারে ৷ উল্লেখ্য, অগস্ট মাসের 5 তারিখ বাংলাদেশ ছেড়ে ভারতে পৌঁছন আওয়ামী লিগের সুপ্রিমো হাসিনা। প্রবল জনরোষে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বঙ্গবন্ধুর কন্যা । সেই থেকে তিনি ভারতেই রয়েছেন।
সম্প্রতি, বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে। ভারত সরকার তরফে বাংলাদেশকে এব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে। চলতি মাসে বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস জাতির উদ্দেশে ভাষণে জানান, "অপরাধীদের রেহাই নেই। শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারে আমরা ভারতের সঙ্গে কথা বলব।"