দমদম, 29 ডিসেম্বর: বাগুইআটির পর এবার দমদম ৷ অভিযোগ, মদ কেনার টাকা না-দেওয়ায় দুষ্কৃতীদের হামলার শিকার হলেন দুই যুবক ৷ দক্ষিণ দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ডের ঘটনা ৷ শনিবার রাতের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীরা ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের অনুগামী বলে অভিযোগ ৷ ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক যুবক আইসিইউ-তে ভর্তি রয়েছেন ৷
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে শ্রীতম চট্টোপাধ্যায় নামে এক যুবক তাঁর অফিসের বন্ধু সানি সিংকে নিজের বাড়িতে নিয়ে আসছিলেন ৷ অভিযোগ, ওই ওয়ার্ডের খালপাড় এলাকা দিয়ে আসার সময় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর প্রবীর পালের অনুগামীরা তাঁদের পথ আটকায় ৷ শ্রীতম এবং তাঁর বন্ধুর কাছে মদ কেনার টাকা দাবি করে বলে অভিযোগ ৷
দুই যুবক টাকা দিতে অস্বীকার করেন ৷ অভিযোগ, তখনই তাঁদের উপর হামলা চালানো হয় ৷ রড, হকি স্টিক ও আগ্নেয়াস্ত্র নিয়ে ওই দুষ্কৃতীরা চড়াও হয় তাঁদের উপর ৷ শ্রীতম এবং সানির মাথায় বন্দুকের বাঁট দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ ৷ রডের আঘাতে শ্রীতমের একটি চোখ গুরুতরভাবে জখম হয়েছে ৷ সেই সময় চিৎকারের শব্দে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায় ৷ ফলে তাঁদের ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা ৷
এরপর সানি এবং শ্রীতমকে পুরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে রাতে নাগেরবাজারে একটি নার্সিংহোমে ভর্তি করানো হয় ৷ সেখানেই আইসিসিইউ-তে ভর্তি আছেন শ্রীতম ৷ তাঁর মাথায় সেলাই পড়েছে ৷ চোখেও গুরুতর আঘাত রয়েছে ৷ তাঁর বন্ধু সানি সিংয়ের মাথায় সেলাই পড়েছে ৷ তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে ৷
এই ঘটনায় নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন শ্রীতমের বাবা অজয় চট্টোপাধ্যায় এবং বন্ধু সানি সিং ৷ সানি অভিযোগ করেছেন, "আমি বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম ৷ সঙ্গে সেই বন্ধুও ছিল ৷ হঠাৎই আমাদের রাস্তা আটকে দাঁড়ায় 4-5 জন ৷ মদ খাওয়ার জন্য টাকা চায় ৷ দেব না বলাতে হামলা করে ৷ পরে আরও 3-4 জন আসে ৷ ওদের হাতে বন্দুক ছিল ৷ বন্দুকের বাঁট দিয়ে মাথার মধ্যে মেরেছে ৷ আমার মাথায় সেলাই পড়েছে ৷"
অজয় চট্টোপাধ্যায় বলেন, "যারা হামলা করেছে, ওরা লোকাল সমাজ বিরোধী ৷ আমার ছেলেটা আইসিইউ-তে ভর্তি ৷ একটা চোখ প্রায় খারাপ হয়ে গেছে ৷ সেয়ানা বাপ্পা, গোপাল ঘোষ, উত্তম ঘোষ, রবি সর্দার-সহ আরও কয়েকজন ছিল ৷ এরা সবাই প্রাক্তন কাউন্সিলর প্রবীর পালের লোকজন ৷"
অজয় চট্টোপাধ্যায়ের সঙ্গে সহমত 13 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তন্দ্রা সরকার ৷ তিনি বলেন, "একটা বাইরের ছেলে, বন্ধুর বাড়িতে এসে এভাবে হামলার শিকার হলেন ৷ দিনের পর দিন এই সমাজ বিরোধীদের দৌরাত্ম্য বাড়ছে ৷ আমি পুলিশকে বলেছি, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করতে ৷ যে ছেলেটি আইসিইউ-তে ভর্তি রয়েছেন, তাঁর চোখের অবস্থা খুবই খারাপ ৷ চোখের ডাক্তার এসে দেখবেন কী অবস্থা ৷ প্রয়োজনে আমরা ভালো চোখের হাসপাতালে ভর্তি করাব ৷" যদিও বর্তমান কাউন্সিলর মুখে প্রাক্তন কাউন্সিলরের নাম নেননি ৷ তবে, আহত শ্রীতমের বাবা অজয় চট্টোপাধ্যায়ের অভিযোগে সম্মতি জানিয়েছেন ৷
অন্যদিকে, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর প্রবীর পাল সব অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি সংবাদ মাধ্যমে সরাসরি কিছু বলতে চাননি ৷ তবে তাঁর বক্তব্য, "পুলিশ তদন্ত করুক ৷ যদি প্রমাণ পায় আমি এই ঘটনায় জড়িত তাহলে আমাকে এসে গ্রেফতার করুক পুলিশ ৷"