'অতিথি'-র প্রিমিয়ার... - Rituparna
🎬 Watch Now: Feature Video
মুক্তি পেল পরিচালক সুজিত পালের ছবি 'অতিথি'। গতকাল প্রিয়া সিনেমা হলে ঠিক হয়ে গেল ছবির প্রিমিয়ার। উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। তবে প্রিমিয়ারে আসতে পারেননি ছবির অন্যতম প্রধান চরিত্র ঋতুপর্ণা সেনগুপ্ত। এই সময় তিনি সিঙ্গাপুরে মেয়ে ঋষণা এবং ছেলে অঙ্কনের সঙ্গে সময় কাটাচ্ছেন সামার ভ্যাকেশনের। ঋতুপর্ণা না এলেও প্রিমিয়ারে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন সৃজিত মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা।