ETV Bharat / technology

নিয়ম না মানলে মুছে যাবে YouTube-এর ভিডিয়ো, টেরও পাবেন না - YOUTUBE REMOVE VIDEOS

ইউটিউবে ক্লিকবেট শিরোনাম ও তার সঙ্গে থাম্বনেলের কোনও মিল থাকলে আজই সেই সমস্ত ভিডিয়ো সরিয়ে নিতে পারেন ৷ জানেন কী বিপদ অপেক্ষা করছে ৷

New Rulles in YouTube
ইউটিউবের নতুন নীতি (YouTube)
author img

By ETV Bharat Tech Team

Published : Dec 21, 2024, 5:28 PM IST

হায়দরাবাদ: ইউটিউবে খুলেই আজকাল বিভ্রান্তিকর থাম্বলেন চোখে পড়ে । অনেক সময়ে দেখা যায় কনটেন্টের সঙ্গে হেডলাইন ও থাম্বনেলের কোনও মিল নেই ৷ এই ধরনের বিভ্রান্তিমূলক ভিডিয়ো থেকে রেহাই মিলতে চলেছে ৷ বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। শীঘ্রই এই ধরনের ভিডিয়ো মুছে দেওয়া হবে ৷

চালু হতে চলেছে 'প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন', কমবে বিজ্ঞাপন

ইউটিউব বিভ্রান্তি মূলক কনটেন্টের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে সংস্থাটি ৷ বিশেষ করে ভারতের জন্য। সম্প্রতি 'ক্লিকবেট' শিরোনাম এবং থাম্বনেইল-সহ ভিডিয়ো আপলোডের প্রবণতা বেড়েছে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ৷ বিশেষ করে সংবাদ এবং সাম্প্রতিক কালের ঘটনাকে কেন্দ্র করে ইউটিউবে একাধিক এই ধরনের কনটেন্ট আপলোডের প্রমাণ মিলেছে ৷ সেই সমস্ত ভিডিয়ো সরিয়ে দেওয়া হতে পারে ইউটিউবের তরফে ৷

নতুন নিয়ম: আগামী মাস থেকে YouTube এই সমস্যা মোকাবিলায় ভারতের প্রতি কঠোর হচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি ৷ ইউটিউবের নতুন নীতি লঙ্ঘন করে কোনও ভিডিয়ো কনটেন্ট ক্রিয়েটররা আপলোড করলে সেগুলি খতিয়ে দেখে স্ট্রিমিংপ্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হবে ৷ তবে প্রথমবার কোনও কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবে এই ধরনের ভিডিয়ো আপলোড করতে তাঁকে স্ট্রাইক করা হবে না ৷

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর! বিরাট পরিবর্তন ইউটিউব শর্টসে

উদাহরণ স্বরূপ: যেমন, 'প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন!' এটির ক্যাপশন-সহ একটি ভিডিয়ো আপলোড হল । সেক্ষেত্রে যদি ভিডিয়োতে এই ধরনের বিষয়ে আলোচনা না করা হয় তবে এটি 'চরম ক্লিকবেট' বিভাগে পড়ে। একইভাবে, 'শীর্ষ রাজনৈতিক খবর' বলে দাবি করা থাম্বনেলগুলিও সরানো হবে যদি প্রকৃত সেই সম্পর্কিত খবর না-থাকে ।

ক্লিকবেট শিরোনাম কিক আউট: ক্লিকবেট শিরোনাম এবং থাম্বনেইলগুলি প্রথমে দর্শক টানলেও পড়ে দর্শকরা হতাশ হন কনটেন্টে প্রবেশ করে ৷ ভিডিয়োতে ক্লিক করার জন্য মানুষকে বিভ্রান্ত করে। এটি কেবল সময়ই নষ্ট করে না বরং প্ল্যাটফর্মের প্রতি আস্থাও কমিয়ে দেয় ৷ ইউটিউবের তরফে দাবি করা হয়েছে, ব্রেকিং নিউজ, বর্তমান ঘটনার ভিডিয়ো থাকায় এই সমস্যা আরও বেড়ে গিয়েছে । কারণ, নাগরিকরা প্রায়শই গুরুত্বপূর্ণ মুহূর্তে সময়োপযোগী এবং সঠিক তথ্য পেতে ইউটিউবেও আজকাল বেশি সার্চ করেন ৷

অনিচ্ছা সত্ত্বেও দেখতে হবে ইউটিউবের বিজ্ঞাপন

ভারতে এই কঠোরতা প্রবর্তনের প্রধান কারণ হল, যে ভারতীয় সংবাদ এবং বর্তমান বিষয়গুলির সাথে সম্পর্কিত প্রচুর পরিমাণে সামগ্রী আপলোড করেন। যেহেতু ভারতে YouTube-এর ব্যবহারকারীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, প্ল্যাটফর্মটি নিশ্চিত করতে চায় যে দর্শকরা অসংবেদনশীল বা ভুল শিরোনাম এবং থাম্বনেইল দ্বারা বিভ্রান্ত না হন। নতুন নীতিমালায়, সম্প্রতি আপলোড করা ভিডিয়োগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে। পুরনো ভিডিয়োগুলির ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর নাও হতে পারে ৷

ইউটিউবে নতুন ফিচার, আরও সুযোগ কনটেন্ট ক্রিয়েটরদের

হায়দরাবাদ: ইউটিউবে খুলেই আজকাল বিভ্রান্তিকর থাম্বলেন চোখে পড়ে । অনেক সময়ে দেখা যায় কনটেন্টের সঙ্গে হেডলাইন ও থাম্বনেলের কোনও মিল নেই ৷ এই ধরনের বিভ্রান্তিমূলক ভিডিয়ো থেকে রেহাই মিলতে চলেছে ৷ বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। শীঘ্রই এই ধরনের ভিডিয়ো মুছে দেওয়া হবে ৷

চালু হতে চলেছে 'প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন', কমবে বিজ্ঞাপন

ইউটিউব বিভ্রান্তি মূলক কনটেন্টের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে সংস্থাটি ৷ বিশেষ করে ভারতের জন্য। সম্প্রতি 'ক্লিকবেট' শিরোনাম এবং থাম্বনেইল-সহ ভিডিয়ো আপলোডের প্রবণতা বেড়েছে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ৷ বিশেষ করে সংবাদ এবং সাম্প্রতিক কালের ঘটনাকে কেন্দ্র করে ইউটিউবে একাধিক এই ধরনের কনটেন্ট আপলোডের প্রমাণ মিলেছে ৷ সেই সমস্ত ভিডিয়ো সরিয়ে দেওয়া হতে পারে ইউটিউবের তরফে ৷

নতুন নিয়ম: আগামী মাস থেকে YouTube এই সমস্যা মোকাবিলায় ভারতের প্রতি কঠোর হচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি ৷ ইউটিউবের নতুন নীতি লঙ্ঘন করে কোনও ভিডিয়ো কনটেন্ট ক্রিয়েটররা আপলোড করলে সেগুলি খতিয়ে দেখে স্ট্রিমিংপ্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হবে ৷ তবে প্রথমবার কোনও কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবে এই ধরনের ভিডিয়ো আপলোড করতে তাঁকে স্ট্রাইক করা হবে না ৷

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর! বিরাট পরিবর্তন ইউটিউব শর্টসে

উদাহরণ স্বরূপ: যেমন, 'প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন!' এটির ক্যাপশন-সহ একটি ভিডিয়ো আপলোড হল । সেক্ষেত্রে যদি ভিডিয়োতে এই ধরনের বিষয়ে আলোচনা না করা হয় তবে এটি 'চরম ক্লিকবেট' বিভাগে পড়ে। একইভাবে, 'শীর্ষ রাজনৈতিক খবর' বলে দাবি করা থাম্বনেলগুলিও সরানো হবে যদি প্রকৃত সেই সম্পর্কিত খবর না-থাকে ।

ক্লিকবেট শিরোনাম কিক আউট: ক্লিকবেট শিরোনাম এবং থাম্বনেইলগুলি প্রথমে দর্শক টানলেও পড়ে দর্শকরা হতাশ হন কনটেন্টে প্রবেশ করে ৷ ভিডিয়োতে ক্লিক করার জন্য মানুষকে বিভ্রান্ত করে। এটি কেবল সময়ই নষ্ট করে না বরং প্ল্যাটফর্মের প্রতি আস্থাও কমিয়ে দেয় ৷ ইউটিউবের তরফে দাবি করা হয়েছে, ব্রেকিং নিউজ, বর্তমান ঘটনার ভিডিয়ো থাকায় এই সমস্যা আরও বেড়ে গিয়েছে । কারণ, নাগরিকরা প্রায়শই গুরুত্বপূর্ণ মুহূর্তে সময়োপযোগী এবং সঠিক তথ্য পেতে ইউটিউবেও আজকাল বেশি সার্চ করেন ৷

অনিচ্ছা সত্ত্বেও দেখতে হবে ইউটিউবের বিজ্ঞাপন

ভারতে এই কঠোরতা প্রবর্তনের প্রধান কারণ হল, যে ভারতীয় সংবাদ এবং বর্তমান বিষয়গুলির সাথে সম্পর্কিত প্রচুর পরিমাণে সামগ্রী আপলোড করেন। যেহেতু ভারতে YouTube-এর ব্যবহারকারীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, প্ল্যাটফর্মটি নিশ্চিত করতে চায় যে দর্শকরা অসংবেদনশীল বা ভুল শিরোনাম এবং থাম্বনেইল দ্বারা বিভ্রান্ত না হন। নতুন নীতিমালায়, সম্প্রতি আপলোড করা ভিডিয়োগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে। পুরনো ভিডিয়োগুলির ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর নাও হতে পারে ৷

ইউটিউবে নতুন ফিচার, আরও সুযোগ কনটেন্ট ক্রিয়েটরদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.