মুক্তি পেল বনি-কৌশানি জুটির ছবি 'জানবাজ' - Jaanbaaj movie
🎬 Watch Now: Feature Video
মুক্তি পেল বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জির ছবি 'জানবাজ'। বনির বাবা অনুপ সেনগুপ্তের পরিচালনায় তৈরি হয়েছে এই ছবি। এই প্রথম বাবার পরিচালনায় অভিনয় করছেন বনি। টানটান অ্যাকশনের এই ছবিতে কৌশানি একজন IPS অফিসার। এদিন দক্ষিণ কলকাতার বিজলি সিনেমা হলে হয়ে গেল ছবির প্রিমিয়ার। 'জানবাজ'-এর কলাকুশলীর সঙ্গে এখানে উপস্থিত ছিলেন রাজা চন্দ ও অভিনেতা-সাংসদ দেব।