আড্ডায় বনি-পথিকৃৎ - pothikrit
🎬 Watch Now: Feature Video
আজ মুক্তি পেল পথিকৃৎ বসুর নতুন ছবি 'কে তুমি নন্দনী ?'। ছবিতে অভিনয় করছেন বনি সেনগুপ্ত ও রূপসা বন্দ্য়োপাধ্যায়। রূপসা ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন। পথিকৃৎ এই নিয়ে বেশ অনেকগুলি ছবি বানিয়ে ফেলেছেন। এই ছবিতেই একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্তকে। ছবি মুক্তির কিছুক্ষণ আগে ETV Bharat'এর সঙ্গে আড্ডায় বসলেন পথিকৃৎ এবং বনি।