ETV Bharat / bharat

অটল-স্তুতি নীতীশের, ওড়ালেন এনডিএ ত্যাগের জল্পনা - NITISH KUMAR

এখনই এনডিএ ছাড়ছেন না বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ৷ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে স্পষ্ট জানালেন জেডি(ইউ) সুপ্রিমো ৷

nitish kumar
নীতিশ কুমার (পিটিআই)
author img

By PTI

Published : Jan 6, 2025, 3:22 PM IST

পাটনা, 6 জানুয়ারি: এখনই এনডিএ ছাড়ছেন না ৷ সমস্ত জল্পনা উড়িয়ে স্পষ্ট জানিয়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ৷ জেডি(ইউ) সুপ্রিমো জানান, বিজেপির সঙ্গে তাঁর বহুদিনের সম্পর্ক ৷ এমনকী, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি বহুবার একাধিক বিষয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন বলেও জানান নীতিশ কুমার ৷ সুতরাং, এনডিএ ছাড়ার 'ভুল' তিনি আর করবেন না ৷

জেডি(ইউ) সুপ্রিমো বলেন, "আটলজীরক আমলে আমি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছি ৷ তিনি আমাকে খুব স্নেহ করতেন ৷ কোনও কাজ নিয়ে তাঁর কাছে গেলে কখনও খালি হাতে ফিরতে হয়নি আমাকে ৷ সুতরাং, বিজেপির সঙ্গে জোট ভাঙার কোনও প্রশ্নই ওঠে না ৷" তিনি আরও বলেন, "দলের কয়েকজন নেতার জন্য কংগ্রেস ও আরজেডি-র সঙ্গে জোট করে ভুল করেছিলাম ৷ বহুবার সেই ভুল আমাকে শোধরাতে হয়েছে ৷"

সোমবার রাজ্যজুড়ে 'প্রগতি যাত্রা'-এর সূচনা করেন বিহারের মুখ্যমন্ত্রী ৷ বৈশালিতে যাত্রার শুরুতে তিনি জানান, 2005 সালে বিহারের বিধানসভা নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করে এনডিএ জোট ৷ নীতিশের দাবি, "সেই সময় একমাত্র বাজপেয়িজী চেয়েছিলেন বলে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলাম ৷ সুতরাং, এনডিএ জোট ছেড়ে বেড়িয়ে আসার কোনও প্রশ্নই উঠছে না ৷" তাৎপর্যপূর্ণভাবে, এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়িকে নিয়ে নিজের আবেগ প্রকাশ করলেও, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিংবা বিজেপির শীর্ষ নেতাদের বিষয়ে একটিও মন্তব্য করেননি নীতীশ কুমার ৷

প্রসঙ্গত, 2025 সালে বিধানসভা নির্বাচনে বিহারের মুখ্যমন্ত্রী কে হবেন ? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয় ৷ উত্তরে তিনি জানান, এই বিষয়ে বিজেপির পরিষদীয় দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তাঁর সেই মন্তব্যের পর নীতীশ কুমারের দলবদল নিয়ে জল্পনা শুরু হয় ৷ এরই মধ্য়ে বিহারের প্রাক্তন মুখ্য়মন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের মন্তব্য সেই জল্পনায় ঘৃতাহুতি দেন ৷ তিনি জানান, নীতীশ কুমারের জন্য তাঁর দরজা সর্বদা খোলা রয়েছে ৷ এমনকী, বিরোধী জোট ইন্ডিয়া'তে যোগদানের জন্য জেডি(ইউ) সুপ্রিমোকে আহ্বানও জানান তিনি ৷

অন্যদিকে, নীতীশের দলরে 4 জন নেতা তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছেন বলে নিজের ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব ৷ এই আবহে নীতীশ কুমারের দলবদলের সম্ভাবনা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তীব্র শোরগোল ফেলে দেয় বিহার তথা দেশের রাজনীতিতে ৷ অবশ্য, সোমবার সমস্ত জল্পনায় কার্যত জল ঢেলে দিয়েছেন নীতীশ কুমার ৷

পড়ুন: 'মুখ্যমন্ত্রী এসে দেখা না-করলে আন্দোলন চলবে', বিপিএসসি পরীক্ষা নিয়ে অনশন চালিয়ে যাবেন প্রশান্ত

পাটনা, 6 জানুয়ারি: এখনই এনডিএ ছাড়ছেন না ৷ সমস্ত জল্পনা উড়িয়ে স্পষ্ট জানিয়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ৷ জেডি(ইউ) সুপ্রিমো জানান, বিজেপির সঙ্গে তাঁর বহুদিনের সম্পর্ক ৷ এমনকী, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি বহুবার একাধিক বিষয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন বলেও জানান নীতিশ কুমার ৷ সুতরাং, এনডিএ ছাড়ার 'ভুল' তিনি আর করবেন না ৷

জেডি(ইউ) সুপ্রিমো বলেন, "আটলজীরক আমলে আমি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছি ৷ তিনি আমাকে খুব স্নেহ করতেন ৷ কোনও কাজ নিয়ে তাঁর কাছে গেলে কখনও খালি হাতে ফিরতে হয়নি আমাকে ৷ সুতরাং, বিজেপির সঙ্গে জোট ভাঙার কোনও প্রশ্নই ওঠে না ৷" তিনি আরও বলেন, "দলের কয়েকজন নেতার জন্য কংগ্রেস ও আরজেডি-র সঙ্গে জোট করে ভুল করেছিলাম ৷ বহুবার সেই ভুল আমাকে শোধরাতে হয়েছে ৷"

সোমবার রাজ্যজুড়ে 'প্রগতি যাত্রা'-এর সূচনা করেন বিহারের মুখ্যমন্ত্রী ৷ বৈশালিতে যাত্রার শুরুতে তিনি জানান, 2005 সালে বিহারের বিধানসভা নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করে এনডিএ জোট ৷ নীতিশের দাবি, "সেই সময় একমাত্র বাজপেয়িজী চেয়েছিলেন বলে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলাম ৷ সুতরাং, এনডিএ জোট ছেড়ে বেড়িয়ে আসার কোনও প্রশ্নই উঠছে না ৷" তাৎপর্যপূর্ণভাবে, এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়িকে নিয়ে নিজের আবেগ প্রকাশ করলেও, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিংবা বিজেপির শীর্ষ নেতাদের বিষয়ে একটিও মন্তব্য করেননি নীতীশ কুমার ৷

প্রসঙ্গত, 2025 সালে বিধানসভা নির্বাচনে বিহারের মুখ্যমন্ত্রী কে হবেন ? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয় ৷ উত্তরে তিনি জানান, এই বিষয়ে বিজেপির পরিষদীয় দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তাঁর সেই মন্তব্যের পর নীতীশ কুমারের দলবদল নিয়ে জল্পনা শুরু হয় ৷ এরই মধ্য়ে বিহারের প্রাক্তন মুখ্য়মন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের মন্তব্য সেই জল্পনায় ঘৃতাহুতি দেন ৷ তিনি জানান, নীতীশ কুমারের জন্য তাঁর দরজা সর্বদা খোলা রয়েছে ৷ এমনকী, বিরোধী জোট ইন্ডিয়া'তে যোগদানের জন্য জেডি(ইউ) সুপ্রিমোকে আহ্বানও জানান তিনি ৷

অন্যদিকে, নীতীশের দলরে 4 জন নেতা তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছেন বলে নিজের ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব ৷ এই আবহে নীতীশ কুমারের দলবদলের সম্ভাবনা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তীব্র শোরগোল ফেলে দেয় বিহার তথা দেশের রাজনীতিতে ৷ অবশ্য, সোমবার সমস্ত জল্পনায় কার্যত জল ঢেলে দিয়েছেন নীতীশ কুমার ৷

পড়ুন: 'মুখ্যমন্ত্রী এসে দেখা না-করলে আন্দোলন চলবে', বিপিএসসি পরীক্ষা নিয়ে অনশন চালিয়ে যাবেন প্রশান্ত
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.