মালদা, 6 জানুয়ারি: কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের পাঠানো সূত্র ধরে সোমবার গভীর রাতে কন্যাকুমারীগামী ডাউন বিবেক এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করল মালদা টাউন স্টেশনের রেল পুলিশ ৷ জিআরপির হাতে ধরা পড়েছে এক মাদক পাচারকারীও ৷ তাঁর বাঙ্কের মধ্যে থেকে বাজেয়াপ্ত করা হয় 4 কিলো 460 গ্রাম ব্রাউন সুগার ৷
রেল পুলিশের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য 2 কোটি 20 লাখ টাকা ৷ 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃত পাচারকারীকে মঙ্গলবার জেলা আদালতে পেশ করা হচ্ছে ৷ গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে মালদা টাউন জিআরপি থানার পুলিশ ৷
মালদা টাউন জিআরপি থানার আইসি প্রশান্ত রাই জানাচ্ছেন, "কলকাতা এসটিএফ থেকে আমাদের কাছে খবর আসে, ডাউন বিবেক এক্সপ্রেসে বিপুল পরিমাণে ব্রাউন সুগার পাচার করা হচ্ছে ৷ ওই খবরের ভিত্তিতে আমরা মালদা টাউন স্টেশনে জাল পাতি ৷ ডিব্রুগড় থেকে বিবেক এক্সপ্রেস মালদা স্টেশনে থামলে একটি ছেলে মালপত্র নিয়ে ট্রেন থেকে নামে ৷ আমরা তাকে আটক করি ৷ তার হেফাজত থেকে 4 কিলো 460 গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয় ৷ সে এই মাদক মণিপুর থেকে সংগ্রহ করেছিল ৷ ধৃতের বাড়ি কালিয়াচকে ৷ তবে তদন্তের স্বার্থে তার নাম এখনই প্রকাশ করা যাবে না ৷ তবে এই মাদক সে কালিয়াচকেই নিয়ে যাচ্ছিল ৷ এই চক্রে আর কে বা কারা জড়িত, তাদের সন্ধান পেতে ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হচ্ছে ৷"
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মালদা টাউন জিআরপি থানার পুলিশ কয়েক দফায় রেলযাত্রীদের কাছ থেকে মাদক উদ্ধার করেছে ৷ পুলিশের হাতে ধরাও পড়েছে বেশকিছু মাদক পাচারকারী ৷ এর আগে এক মহিলাও ট্রেনে মাদক পাচার করার সময় রেল পুলিশের হাতে ধরা পড়েন ৷ বারবার এমন ঘটনা ঘটায় উত্তর-পূর্ব ভারতের স্টেশনগুলিতে যাত্রীদের কড়া চেকিং করার দাবি উঠতে শুরু করেছে ৷