RIP গিরীশ কারনাড - Bollywood
🎬 Watch Now: Feature Video
গিরীশ কারনাডের মৃত্যু কষ্টকর হলেও বাস্তব। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ দেশের সংস্কৃতিপ্রিয় মানুষরা। সারা জীবনে অসংখ্য পুরস্কার পেয়েছেন। কাজ করে গেছেন অবিরাম। তাঁর নশ্বর দেহটা পৃথিবী ছেড়ে গেলেও, তাঁর কাজ, তাঁর লেখা, তাঁর অনুপ্রেরণা রয়ে গেল সবার জন্য। ETV ভারত গিরীশ কারনাডের আত্মার শান্তি কামনা করে।