ডেবিউট্যান্ট ডিরেক্টর : একান্ত আলাপচারিতায় নির্মল চক্রবর্তী - Tollywood
🎬 Watch Now: Feature Video
দীর্ঘদিন কাজ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্তের সহকারী হিসেবে। এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন নির্মল চক্রবর্তী। আর তাঁর প্রথম ছবির প্রথম নায়িকা সেই ঋতুপর্ণাই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'দত্তা'-র শতবর্ষে এই উপন্যাসকেই বেছে নিলেন তিনি তাঁর ছবির গল্প হিসেবে। ETV ভারতের সঙ্গে একান্ত আলাপচারিতায় নির্মল চক্রবর্তী।
Last Updated : Jun 7, 2019, 5:23 PM IST