'কেশব' ধারাবাহিকের সেটে ঢুঁ মারল ETV ভারত সিতারা... - Keshab
🎬 Watch Now: Feature Video
বাংলা ধারাবাহিক 'কেশব'-এ এখন টানটান উত্তেজনা। জয়ার সন্তান বলরাম ও কেশবকে নিয়ে পরিবারের মধ্য়ে দেখা দিয়েছে তুমুল অশান্তি। আর সব ষড়যন্ত্রের জাল বুনছে কালীকিংকর রায়ের স্ত্রী প্রাপ্তি রায়। এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যেতে যেতে শোনা গেল প্রসেনজিৎ চ্যাটার্জিকে একটি স্পেশাল এপিসোডে দেখা যাবে। আর এই সপ্তাহে দর্শক দেখবেন যে কেশবের ভাই বলরাম রাধিকার বাড়িতে রয়েছে। কিন্তু কোথা থাকে বলরাম এল রাধিকার বাড়িতে বা রাধিকা কেন বলরামকে রেখে দিতে চাইল-এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে ধারাবাহিকের সেটে ETV ভারত সিতারা।