Vande Bharat Express: গতিবেগ 130 কিমি ! সফল হাওড়া-পুরী বন্দে ভারতের ট্রায়াল রান - খড়গপুরে বন্দে ভারত
🎬 Watch Now: Feature Video
দেশের 16তম বন্দে ভারত এক্সপ্রেস ছুটেছে জঙ্গলমহলের রাস্তায়। রাজ্যের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে পুরী যাবে মাত্র সাড়ে পাঁচ ঘন্টায় ৷ শুক্রবার ফাস্ট ট্রায়াল রান হয়েছে খড়গপুরে। 130 কিলোমিটার গতিবেগে ছুটে নির্ধারিত সময়েই খড়গপুর স্টেশনে পৌঁছায় হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। রাজ্যের দ্বিতীয় বন্দে ভারতের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে খড়গপুর ডিভিশন। শুক্রবার সকাল 6টা বেজে 10 মিনিটে হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় এই বন্দে ভারত এক্সপ্রেস। খড়গপুরে পৌঁছয় সকাল 7টা 38 মিনিটে। এই ট্রেনের গতিবেগ 130 কিলোমিটার ছিল বলে জানা গিয়েছে । বন্দে ভারত এক্সপ্রেস পুরী স্টেশনে ঢুকবে বেলা 12টা 35 মিনিটে। ফের পুরী থেকে হাওড়ার উদ্দেশ্যে বেলা 1টা 35 মিনিটে রওনা দেওয়ার কথা ট্রেনটির। এই পরীক্ষামূলক সফর সফল হলে 30 এপ্রিল হবে দ্বিতীয় পরীক্ষামূলক সফর। জানা গিয়েছে, তারপরেই হাওড়া-পুরী রুটে বন্দে ভারতের সফরসূচি ঘোষণা করবে ভারতীয় রেল । হাওড়ার পরে এই রাজ্যে একমাত্র খড়গপুর স্টেশনেই দাঁড়াবে বন্দে ভারত ৷ শুক্রবার বন্দে ভারত খড়গপুরে পৌঁছতেই উৎসুক যাত্রীরা ভিড় জমান ট্রেনের সামনে । অনেকেই ক্যামেরাবন্দি করে রাখেন স্মরণীয় মুহূর্তের ছবি। পরীক্ষামূলক এই বন্দে ভারত এই দিন চালিয়েছেন সিনিয়র লোকো পাইলট রাজা মুখোপাধ্যায়।