Udayan Guha: নাম না করে শুভেন্দু অধিকারীকে 'পাগল' বললেন উদয়ন গুহ
🎬 Watch Now: Feature Video
নাম না করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) পাগল বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) । চোর ধরো, জেল ভরো-অভিযানকে সামনে রেখে শনিবার কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চিলকিরহাট কান্তেশ্বরী হাইস্কুল মাঠে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, আজ ডিসেম্বর মাসের 24 তারিখ । পশ্চিমবঙ্গের একটা পাগল ডিসেম্বর মাসের তিনটে তারিখ নির্দিষ্ট করে দিয়েছিল । 12, 14 ও 21 ডিসেম্বর । 21 শে ডিসেম্বরের পরে আজ তিনদিন হয়ে গেল । ওই পাগলকে নিয়ে যদি চিলকির হাট মাঠে দাঁড় করিয়ে দেওয়া যেত, তাহলে উলটো দিকে হাঁটা দিত এত লোক দেখে । এটাকে ধরে রাখতে হবে । বড় করতে হবে । আগামী পঞ্চায়েত নির্বাচনে পাগলদের সবকটাকে ঘরে ঢোকাতে হবে (Udayan Guha Slam Suvendu Adhikari) ৷ 2 ডিসেম্বর এই তিনটি দিনের উল্লেখ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সোজাসুজি না বললেও ঠারেঠোরে বুঝিয়ে দিন এই তিনটি দিনের মধ্যে বড় কোনও ঘটনা ঘটবে । এবার তা নিয়েই কটাক্ষ করলেন উদয়ন । আর তা থেকেই রাজনৈতিক মহলের একটা বড় অংশের ধারনা, নাম না করে শুভেন্দুকেই নিশানা করেছেন তিনি ।
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST