ETV Bharat / state

অনুব্রত চেয়ারপার্সন নন, একা সিদ্ধান্ত নিতে পারবেন না; কোর কমিটি নিয়ে দাবি কাজলের

শনিবার বৈঠক শেষে আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জানান, কোর কমিটির চেয়ারপার্সন অনুব্রত মণ্ডল ৷ এদিকে সেই ঘোষণা ভুল বলে দাবি কাজল শেখের ৷

Kajal Sheikh, Anubrata Mondal and others
কোর কমিটির বৈঠকে কাজল শেখ, অনুব্রত মণ্ডল এবং অন্যরা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

বোলপুর, 16 নভেম্বর: কোর কমিটি বৈঠক শেষ হওয়ার এক ঘণ্টা কাটতে না কাটতেই অনুব্রতর 'চেয়ারপার্সন' পদ নিয়ে প্রশ্ন তুললেন কাজল শেখ ৷ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সাফ বলেন, "অনুব্রত মণ্ডল কোর কমিটির সদস্য, চেয়ারপার্সন নন ৷"

এদিকে কোর কমিটির বৈঠক শেষে কাজল শেখকে পাশে বসিয়ে আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী ঘোষণা করেছিলেন, অনুব্রত মণ্ডল কোর কমিটির চেয়ারপার্সন হলেন ৷ রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশের মতে, নেতারা মুখে দ্বন্দ্বের অবসানের কথা বললেও, বীরভূমে কাজল-কেষ্ট ঠান্ডা লড়াই এখনও অব্যাহত, তা বলার অপেক্ষা রাখে না ৷

বৈঠকে পর সাংবাদিকদের মুখোমুখি কাজল শেখ (ইটিভি ভারত)

শনিবার বিকেলে বোলপুরে তৃণমূল কার্যালয়ে দলের কোর কমিটির বৈঠক হয় ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল ৷ দেখা গেল এই বৈঠকে মধ্যমণি দিদির 'কেষ্ট' ৷ তাঁকে ঘিরে বসেছিলেন কোর কমিটির সদস্য রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ ৷ এছাড়া পর্যবেক্ষক হিসাবে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক প্রতিনিধি ৷

বৈঠক শেষে অনুব্রতর যুযুধান হিসাবে পরিচিত কাজল শেখকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী ৷ তিনি জানান, কোর কমিটিতে যুক্ত হলেন অনুব্রত মণ্ডল ৷ তিনি কোর কমিটির 'চেয়ারপার্সন' হলেন ৷ কমিটির সদস্য সংখ্যা 6 থেকে বেড়ে 7 হল ৷ এমনকী, কাজল-কেষ্ট দ্বন্দ্বের 'যবনিকা' হল, এমনটাও জানান তিনি ৷

এই সাংবাদিক বৈঠক শেষ হওয়ার এক ঘণ্টা যেতে না যেতেই অনুব্রত মণ্ডলের 'চেয়ারপার্সন' পদ নিয়ে প্রশ্ন তুললেন কাজল শেখ ৷ তিনি বলেন, "অনুব্রত মণ্ডল সর্বসম্মতিক্রমে কোর কমিটির সদস্য হলেন ৷ চেয়ারপার্সন নন ৷ কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী, আর আমরা সবাই সদস্য ৷ আপনাদের কোথাও একটা শুনতে ভুল হয়েছে বা যিনি অনুব্রত মণ্ডলকে চেয়ারপার্সন বলেছেন, তিনি ভুল বলেছেন ৷ কোর কমিটিতে একা কেউ কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না ৷ কোর কমিটির 7 জন যে সিদ্ধান্ত নেবেন, সেটাই হবে ৷" পরবর্তী কোর কমিটির বৈঠক 15 ডিসেম্বর রামপুরহাটে ৷ সেই বৈঠকে কী হয়, এখন সেটাই দেখার ৷

বোলপুর, 16 নভেম্বর: কোর কমিটি বৈঠক শেষ হওয়ার এক ঘণ্টা কাটতে না কাটতেই অনুব্রতর 'চেয়ারপার্সন' পদ নিয়ে প্রশ্ন তুললেন কাজল শেখ ৷ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সাফ বলেন, "অনুব্রত মণ্ডল কোর কমিটির সদস্য, চেয়ারপার্সন নন ৷"

এদিকে কোর কমিটির বৈঠক শেষে কাজল শেখকে পাশে বসিয়ে আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী ঘোষণা করেছিলেন, অনুব্রত মণ্ডল কোর কমিটির চেয়ারপার্সন হলেন ৷ রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশের মতে, নেতারা মুখে দ্বন্দ্বের অবসানের কথা বললেও, বীরভূমে কাজল-কেষ্ট ঠান্ডা লড়াই এখনও অব্যাহত, তা বলার অপেক্ষা রাখে না ৷

বৈঠকে পর সাংবাদিকদের মুখোমুখি কাজল শেখ (ইটিভি ভারত)

শনিবার বিকেলে বোলপুরে তৃণমূল কার্যালয়ে দলের কোর কমিটির বৈঠক হয় ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল ৷ দেখা গেল এই বৈঠকে মধ্যমণি দিদির 'কেষ্ট' ৷ তাঁকে ঘিরে বসেছিলেন কোর কমিটির সদস্য রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ ৷ এছাড়া পর্যবেক্ষক হিসাবে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক প্রতিনিধি ৷

বৈঠক শেষে অনুব্রতর যুযুধান হিসাবে পরিচিত কাজল শেখকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী ৷ তিনি জানান, কোর কমিটিতে যুক্ত হলেন অনুব্রত মণ্ডল ৷ তিনি কোর কমিটির 'চেয়ারপার্সন' হলেন ৷ কমিটির সদস্য সংখ্যা 6 থেকে বেড়ে 7 হল ৷ এমনকী, কাজল-কেষ্ট দ্বন্দ্বের 'যবনিকা' হল, এমনটাও জানান তিনি ৷

এই সাংবাদিক বৈঠক শেষ হওয়ার এক ঘণ্টা যেতে না যেতেই অনুব্রত মণ্ডলের 'চেয়ারপার্সন' পদ নিয়ে প্রশ্ন তুললেন কাজল শেখ ৷ তিনি বলেন, "অনুব্রত মণ্ডল সর্বসম্মতিক্রমে কোর কমিটির সদস্য হলেন ৷ চেয়ারপার্সন নন ৷ কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী, আর আমরা সবাই সদস্য ৷ আপনাদের কোথাও একটা শুনতে ভুল হয়েছে বা যিনি অনুব্রত মণ্ডলকে চেয়ারপার্সন বলেছেন, তিনি ভুল বলেছেন ৷ কোর কমিটিতে একা কেউ কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না ৷ কোর কমিটির 7 জন যে সিদ্ধান্ত নেবেন, সেটাই হবে ৷" পরবর্তী কোর কমিটির বৈঠক 15 ডিসেম্বর রামপুরহাটে ৷ সেই বৈঠকে কী হয়, এখন সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.