Durga Puja 2023: চিনের বৌদ্ধ মন্দির থেকে ইন্দোনেশিয়ার বিষ্ণুমন্দির, দুর্গাপুরে থিমের জোয়ার
🎬 Watch Now: Feature Video
আজ ষষ্ঠী ৷ সকাল থেকে ঢাকের আওয়াজ আর বোধনে পুজোয় মেতে উঠেছে রাজ্যবাসী ৷ এবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরেও থিমের রকমারি ৷ মায়াপুরের ইসকন, যোধপুর প্যালেস, ইন্দোনেশিয়ার বিষ্ণুমন্দির, চিনের বৌদ্ধ মন্দির, দিল্লির অক্ষরধাম মন্দির, তামিলনাড়ুর রামানাথ স্বামী মন্দির, রোমের ভ্যাটিকান সিটির মতো স্থাপত্যের আদলে তৈরি হয়েছে শিল্পাঞ্চলের বিভিন্ন পুজোর মণ্ডপ। পৃথিবীর বিভিন্ন প্রান্তের এই সমস্ত দর্শনীয় স্থান দেখার সুযোগ পাবেন শিল্পাঞ্চলের মানুষ ৷
পশ্চিম বর্ধমানের বিগ বাজেটের পুজো মণ্ডপগুলির মধ্যে অন্যতম অগ্রণী সাংস্কৃতিক পরিষদ, মার্কনী দক্ষিণ পল্লী সর্বজনীন দুর্গাপুজা কমিটি, নবারুণ ক্লাব, গোপালমাঠ যুব মহল, ফুলঝোর সর্বজনীন দুর্গাপুজো কমিটি, ক্লাব স্যান্টোস কেউই যেন পিছিয়ে নেই ৷ একে অপরকে টক্কর দিয়ে দর্শনার্থীদের কাছে নতুন কিছু পৌঁছে দিতে মরিয়া পুজো উদ্যোক্তারা ৷
তৃতীয়ার সন্ধ্যা থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হচ্ছে শিল্পাঞ্চল দুর্গাপুরের পুজো মণ্ডপগুলিতে ৷ কোথাও 10 লক্ষ আবার, কোথাও 20 লক্ষ টাকা ব্যয় করে তৈরি হয়েছে মণ্ডপগুলি ৷ রাজ্যের বিভিন্ন জেলার ও ভিন রাজ্যের দক্ষ শিল্পীদের হাতের ছোঁয়াতেই শিল্পাঞ্চল যেন নিদর্শনের কেন্দ্র হয়ে উঠেছে ৷ শেষমেশ কোন মণ্ডপ বেশি ভিড় টান সেটাই এখন দেখার।