কলকাতা, 11 নভেম্বর: নির্বাচনের সময় বিতর্কের আবহে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ ছেড়েছিলেন কুণাল ঘোষ। পরবর্তী কালে দলের তরফ থেকে মুখপাত্রের পদ থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের যে মিডিয়া টিম রয়েছে তা পরিচালনার দায়িত্ব রয়েছেন জয়প্রকাশ মজুমদার, কুণাল ঘোষ, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য। আর তার ফলে নিয়মিত তৃণমূলের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে কুণাল ঘোষকে বারে বারে।
সোমবার নির্বাচন কমিশনে যাওয়া তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যদের তরফ থেকে যে চিঠি মিডিয়ার হাতে এসেছে তাতে দেখা গিয়েছে কুণাল ঘোষের নামের তলায় জ্বলজ্বল করছে 'সাধারণ সম্পাদক' পদটি। আর সেই জায়গা থেকেই প্রশ্ন তুলতে শুরু করেছে রাজনৈতিক মহল-ঢাক, ঢোল পিটিয়ে সাধারণ সম্পাদকের পদ ছাড়লেও আবারও কি এই নীরবে এই পথ ফিরে পেলেন কুণাল? যদিও এর সদুত্তর সরাসরি মেলেনি। তবে মনে করা হচ্ছে, তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব সম্প্রতি কুণালকে এই পদ ফিরিয়ে দিয়েছেন।
প্রসঙ্গত, দলের তরফ থেকে যখন তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল তখন কার্যত ভেঙে পড়েছিলেন কুণাল ঘোষ। সে সময় কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন থেকে দলের এক শীর্ষনেতাকে আক্রমণ করতেও দ্বিধা করেননি তিনি। তাঁর ঘণিষ্ঠদের দাবি, পদ চলে যাওয়ায় মর্মাহত হয়েছিলেন কুণাল । চোখে জলও এসে গিয়েছিল তাঁর। কিন্তু তারপর এভাবে নীরবে পদ ফিরে পাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এদিকে, আগামী 13 নভেম্বর রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ সেনিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস সবক'টি আসনেই জিতবে। আগের থেকে বেশি ভোটও পাবে আর তাতে কোনও সন্দেহ নেই।"