Valentine's Day 2023: এই বসন্তে কোকিল ডাকুক, প্রেমে থাকুক প্রত্যেকে - ভালোবাসা ভালোবাসে শুধুই তাঁকে

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 14, 2023, 1:28 PM IST

Updated : Feb 14, 2023, 3:31 PM IST

ভালোবাসা ভালোবাসে শুধুই তাঁকে, ভালোবাসে ভালোবাসায় বেঁধে যে রাখে । দুই পৃথিবী সিনেমায় এন কে সলিলের লেখা এই সংলাপ এক সময় মন মাতিয়েছিল রোমিওকূলের (Valentine's Day 2023) । আজ সেই বেঁধে রাখার দিন, ভ্যালেন্টাইনস ডে । সকাল থেকেই প্রেয়সীর মন মজাতে প্ল্যান কষছে প্রেমিকরা । অন্যদিকে, প্রেমিকারও দম ফেলার ফুরসত নেই । শীতের আমেজ গায়ে মেখে সদ্য পেরিয়েছে বাঙালির ভ্যালেন্টাইনস ডে, সরস্বতী পুজো । দিনকয়েকের মধ্যেই ফের মনের মানুষকে নিয়ে অজানায় হারিয়ে যাওয়ার । 

চকোলেট, প্রমিস, টেডি, হাগ হয়ে শেষদিনে চুম্বন দিয়ে মেলে প্রেম জাহিরের অধিকার । নিজের মনের কথা প্রিয়জনের সামনে ঝেড়ে কাশার সাহস সঞ্চয় করা । ভালোবাসার দিবস স্মরণীয় করে রাখতে একের পর এক পরিকল্পনা । এত কিছুর ঝক্কি কি কম । যদিও অনেকের ধারনা, ভালোবাসার কোনও নির্দিষ্ট দিন হয় না । প্রেমে থাকলে সারাবছরই ভ্যালেন্টাইনস ডে । ভালোবাসার হাত ধরেই ফের বসন্তে কোকিল ডাকুক, প্রেমে থাকুক প্রত্যেকে । 

Last Updated : Feb 14, 2023, 3:31 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.