Job Seekers Rally on Women's Day: নারী দিবসে ফের মিছিল চাকরিপ্রার্থীদের - Job Seekers Rally

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 5, 2023, 1:24 PM IST

নারী দিবসে ফের রাস্তায় মিছিল করতে নামছেন চাকরিপ্রার্থীরা ৷ বসন্তকালের দোল উৎসব বাঙালির ভীষণ প্রিয় । বিভিন্ন রঙে এদিন একে অপরকে রাঙিয়ে তোলেন সকলে । 8 থেকে 80 মেতে ওঠেন সবাই । তবে এবারে এই দোলযাত্রা আরও বিশেষভাবে উল্লেখযোগ্য ৷ কারণ 8 মার্চ তারিখ হোলির পাশাপাশি পালিত হবে বিশ্ব নারী দিবস (Women's Day) । কিন্তু এই সব কিছু থেকে দূরে রয়েছে একটা বড় অংশ । তাঁরা বিগত 720 দিন ধরে সমস্ত উৎসবে পালন করছেন গান্ধি মূর্তির পাদদেশে বসে । তাঁদের মুখে একটাই কথা 'চাকরি চাই' । চাকরির দাবিতে উত্তাল রাজ্য-রাজনীতি । কবে নিয়োগপত্র পাবেন যোগ্য চাকরিপ্রার্থীরা ? এই প্রশ্নই বারে বারে উঠে আসছে তাদের মুখে । একাধিকবার বিভিন্ন উর্ধ্বস্থ কর্তৃপক্ষদের সঙ্গে বৈঠক করেও সুরাহা হয়নি। তাই চাকরির দাবিতে ফের রাস্তায় নামছে এসএলএসটির চাকরিপ্রার্থীরা (SLST Job Seekers Rally) । আগামী বুধবার মৌন মিছিলের আয়োজন করেছেন তাঁরা । শিয়ালদা মেট্রো স্টেশন থেকে এই মিছিল শুরু হয়ে থামবে গান্ধি মূর্তির পাদদেশে । এর আগে একাধিকবার মিছিল করতে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে বাধাও দেওয়া হয়েছে। তাই এবার কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে হবে তাদের এই মিছিল ।  

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.