thumbnail

Dashami Sindur khela: যাত্রা শেষে সিঁদুর খেলা! পূর্ব বর্ধমানের ভট্টাচার্য বাড়ির পুজোয় সাবেকিয়ানা বহাল

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 2:09 PM IST

Updated : Oct 24, 2023, 7:58 PM IST

আজ দশমী ৷ মা উমার বিদায় বেলা ৷ সিঁদুর খেলায় মেতেছে সবাই ৷ তেমনই মেতে উঠেছে পূর্ব বর্ধমান জেলার সিঙ্গি গ্রামের ভট্টাচার্য বাড়ি ৷   110 তম বনেদি বাড়ির এই পুজোয় রীতি মেনে চলে দশমীর আরাধনা ৷ ঐতিহ্য মেনেই মায়ের পুজো হয় চারদিনে নানা নিয়ম মেনে । দশমীতে সেই পুজোই একটু অন্য রঙে, অন্য নিয়মে। এদিন দেবী অপরাজিতা রূপে পূজিত হন ৷ সকাল থেকে চলে পুজোর আয়োজন ৷ তারপর বাড়ির সদস্যরা অপরাজিতার ডাল-পালা হাতে পড়ে নেন, এই সাজেই মায়ের অঞ্জলি চলে ধুমধাম করে ৷ ঐতিহ্য মেনেই অপরাজিতা গাছ ছেলেরা ডান হাতে ও মেয়েরা বাঁ-হাতে পরে অঞ্জলি দেন ৷ তারপর শুরু হয় সিঁদুর যাত্রা ৷ যাত্রার পর সিঁদুর খেলায় মেতে ওঠেন বাড়ির সকলে। চলে ঢাকের তালে নাচ ৷ পুজোর পর্ব শেষ হলে ভোগ বিতরণ করা হয় ৷ প্রাচীন নিয়ম অনুযায়ী দশমীতে বাড়ির প্রত্যেক সদস্যকে পান্তাভাত এবং পুঁই-চিংড়ি খেতে হয় ৷ তারপর দেবীর ঘট বিসর্জন দিয়ে শুরু হয়ে যায় বিজয়া ৷ দেবীর মূর্তি বিসর্জনের আগে মা’কে বরণ করা হয় ৷ বরণ করেন বাড়ির বউরা মিলে ৷ তারপরেই বিসর্জনের পথে যান উমা। বিদায়লগ্নে ভারাক্রান্ত হয় ভট্টাচার্য বাড়ির বনেদি উঠান।

Last Updated : Oct 24, 2023, 7:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.