নয়াদিল্লি, 26 নভেম্বর: ভারতীয় সংবিধান একটি জীবন্ত ও প্রগতিশীল দলিল, যার মাধ্যমে সামাজিক ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যগুলি অর্জন করেছে দেশবাসী ৷ মঙ্গলবার দেশের সংবিধান গৃহীত হওয়ার 75তম বার্ষিকী উদযাপনের সূচনায় একথা বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সংবিধানের গুরুত্ব বুঝিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় বলেছেন, রাজনৈতিক দলগুলি দেশের ঊর্ধ্বে ধর্মকে স্থান দিলে স্বাধীনতা বিপন্ন হবে ৷ অপরদিকে, 75 বছর আগে সংবিধান গৃহীত হওয়ার কথা স্মরণ করে এই দিনটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷
সংবিধান গ্রহণের 75তম বার্ষিকীতে বছরব্যাপী উদযাপনের সূচনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এদিন রাষ্ট্রপতি মুর্মু সংবিধান প্রণয়নে গণপরিষদের 15 জন মহিলা সদস্যের অবদানের কথাও স্মরণ করেন । তিনি বলেন, "নারী সংরক্ষণ সংক্রান্ত আইন আমাদের গণতন্ত্রে নারীর ক্ষমতায়নের নতুন যুগ শুরু করেছে ৷"
অপরদিকে, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় এদিন রাজনৈতিক দলগুলিকে সতর্ক করে বলেন, কৌশল হিসেবে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে হুমকির মুখে ফেলছে ৷ তাঁর কথায়, "আমাদের জনগণকে কার্যকরভাবে সেবা করার জন্য গঠনমূলক কথা, বিতর্ক এবং অর্থপূর্ণ আলোচনার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক মন্দিরগুলির পবিত্রতা পুনরুদ্ধার করার সময় এসেছে ৷"
ডক্টর বিআর আম্বেদকরের আহ্বানের কথা স্মরণ করিয়ে দিয়ে উপরাষ্ট্রপতি বলেন, দলগুলি ধর্মকে দেশের ঊর্ধ্বে রাখলে দ্বিতীয়বার "আমাদের স্বাধীনতা হুমকির মুখে পড়বে"৷ তিনি মনে করেন, সংবিধান বুদ্ধিমত্তার সঙ্গে গণতন্ত্রের তিনটি স্তম্ভ - আইনসভা, প্রশাসন এবং বিচার বিভাগকে তাদের পৃথক ভূমিকার সঙ্গে প্রতিষ্ঠিত করেছে ৷
এই বিশেষ দিনে 75 বছর আগে গৃহীত সংবিধানের উপর আলোচনা করার সময় গণপরিষদের দ্বারা নির্ধারিত গঠনমূলক ও মর্যাদাপূর্ণ বিতর্কের ঐতিহ্য অনুসরণ করার আহ্বান জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা । সংবিধান গৃহীত হওয়ার দিনের ঐতিহাসিক তাৎপর্য স্মরণ করিয়ে তিনি বলেন, "এই দিনে, এই পবিত্র কক্ষে, আমাদের সংবিধান গৃহীত হয়েছিল ৷ এটি একটি দলিল যা আমাদের পূর্বপুরুষদের উৎসর্গ, ত্যাগ এবং দূরকে দর্শনের প্রমাণ হিসাবে দাঁড়িয়ে রয়েছে । রাষ্ট্রপতির নেতৃত্বে লক্ষ লক্ষ ভারতীয় আজ প্রস্তাবনা পাঠ করবে এবং আমাদের সংবিধানে নিহিত আদর্শগুলিকে সমুন্নত রাখার অঙ্গীকার করবে ৷"
ওম বিড়লা আইনসভা, প্রশাসন এবং বিচার বিভাগের ক্ষমতার ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে সংবিধানের ভূমিকার কথা বলতে গিয়ে তিনি বলেন, "75 বছরেরও বেশি সময় ধরে গণতন্ত্রের এই তিনটি স্তম্ভ মিলেমিশে কাজ করেছে ও ভারতের সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছে ।"
এদিনের অনুষ্ঠানে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার ওম বিড়লা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার নেতা জেপি নাড্ডা, রাজ্যসভায় বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধি, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু-সহ বিশিষ্ট ব্যক্তিরা । এদিনের অনুষ্ঠানে একটি স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ করা হয় । এদিন রাষ্ট্রপতি সংবিধানের মৈথিলি ও সংস্কৃত সংস্করণ প্রকাশ করেন ।