ETV Bharat / state

নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ! অভিযুক্ত প্রৌঢ়কে পুলিশে দিল জনতা - MINOR GIRL RAPE CASE

স্থানীয়রা সতর্ক করলেও চরিত্র বদলায়নি ৷ নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত প্রৌঢ়ের চায়ের দোকান বন্ধ করে তাকে পুলিশের হাতে তুলে দিল জনতা ৷

Minor Girl Rape Case in Barasat
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2025, 5:21 PM IST

বসিরহাট, 18 ফেব্রুয়ারি: রেললাইনের ঝুপড়ি ঘর থেকে বেরিয়ে নাবালিকা ছাত্রী গিয়েছিল স্থানীয় মাদ্রাসায় পড়তে । ফেরার পথে তাকে স্টেশনের পাশের ফাঁকা জায়গায় তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল প্রৌঢ়ের বিরুদ্ধে । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিয়ালদা-হাসনাবাদ শাখার নিমদাঁড়ি স্টেশন চত্বরে ।

নির্যাতিতা নাবালিকা বাড়ি ফিরে ঘটনাটি তাঁর পরিবারকে জানায় । এরপর ক্ষিপ্ত জনতা স্টেশনের পাশে অভিযুক্তের চায়ের দোকানটিতে তালা ঝুলিয়ে দেয় । তাকে ধরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে । অভিযোগ দায়ের হওয়ার পর মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । সূত্রের খবর, নির্যাতিতা ওই ছাত্রীর চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে । ধৃতের বিরুদ্ধে পকসো আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে । তার ফাঁসি চেয়ে সরব হয়েছে নির্যাতিতা ছাত্রীর পরিবার ।

এদিকে, বিষয়টি নিয়ে বসিরহাট জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান বলেন,"অভিযোগের ভিত্তিতে ওই প্রৌঢ়কে গ্রেফতার করা হয়েছে ।মেয়েটি একটু সুস্থ হলে তাঁর গোপন জবানবন্দি নেওয়া হবে । মঙ্গলবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় ।"

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর 65-র ওই প্রৌঢ়ের বিরুদ্ধে আগেও ধর্ষণের অভিযোগ উঠেছিল । সেই সময় চক্ষু লজ্জার ভয়ে পুলিশের কাছে না গিয়ে বিষয়টি চেপে গিয়েছিল নির্যাতিতার পরিবার । এর ফলে প্রৌঢ়ের সাহস আরও বেড়ে যায় বলে অভিযোগ । নিমদাঁড়ি স্টেশনের পাশেই রয়েছে তার একটি চায়ের দোকান । অভিযোগ, সেখানে কোনও মহিলা ক্রেতা জিনিস নিতে এলে তাঁর সঙ্গে খারাপ আচরণ করতেন তিনি । এ নিয়ে কয়েকবার তাকে সাবধানও করা হয়েছিল । তারপরেও আচরণ বদলায়নি । তারই মধ্যে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে স্টেশন চত্বরে ।

এই বিষয়ে নির্যাতিতা ছাত্রীর বাবা বলেন, "ও আমার মেয়ের সর্বনাশ করেছে । তাই, অভিযুক্তের ফাঁসি চাই আমরা । আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে । ও'র কড়া শাস্তি হওয়া প্রয়োজন । নইলে আরও কারও পরিবারের ক্ষতি করবে ।"

স্টেশনের পাশেই ঝুপড়ি ঘরে বাস করেন ওই নাবালিকার পরিবার । তার বাবা ক্যানসার আক্রান্ত । মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনওরকমে সংসার চালান । সোমবার বছর এগারোর ওই নাবালিকা স্থানীয় একটি মাদ্রাসায় গিয়েছিল পড়তে । সেখান থেকে ফেরার পথে হঠাৎই তার পথ আটকায় ওই প্রৌঢ় । এরপর, কিছু বুঝে ওঠার আগেই ওই নাবালিকা ছাত্রীকে সে জোর করে তুলে নিয়ে যায় পাশের একটি জঙ্গলে । অভিযোগ, সেখানেই নাবালিকাকে ধর্ষণ করে ওই প্রৌঢ় ৷

বসিরহাট, 18 ফেব্রুয়ারি: রেললাইনের ঝুপড়ি ঘর থেকে বেরিয়ে নাবালিকা ছাত্রী গিয়েছিল স্থানীয় মাদ্রাসায় পড়তে । ফেরার পথে তাকে স্টেশনের পাশের ফাঁকা জায়গায় তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল প্রৌঢ়ের বিরুদ্ধে । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিয়ালদা-হাসনাবাদ শাখার নিমদাঁড়ি স্টেশন চত্বরে ।

নির্যাতিতা নাবালিকা বাড়ি ফিরে ঘটনাটি তাঁর পরিবারকে জানায় । এরপর ক্ষিপ্ত জনতা স্টেশনের পাশে অভিযুক্তের চায়ের দোকানটিতে তালা ঝুলিয়ে দেয় । তাকে ধরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে । অভিযোগ দায়ের হওয়ার পর মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । সূত্রের খবর, নির্যাতিতা ওই ছাত্রীর চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে । ধৃতের বিরুদ্ধে পকসো আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে । তার ফাঁসি চেয়ে সরব হয়েছে নির্যাতিতা ছাত্রীর পরিবার ।

এদিকে, বিষয়টি নিয়ে বসিরহাট জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান বলেন,"অভিযোগের ভিত্তিতে ওই প্রৌঢ়কে গ্রেফতার করা হয়েছে ।মেয়েটি একটু সুস্থ হলে তাঁর গোপন জবানবন্দি নেওয়া হবে । মঙ্গলবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় ।"

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর 65-র ওই প্রৌঢ়ের বিরুদ্ধে আগেও ধর্ষণের অভিযোগ উঠেছিল । সেই সময় চক্ষু লজ্জার ভয়ে পুলিশের কাছে না গিয়ে বিষয়টি চেপে গিয়েছিল নির্যাতিতার পরিবার । এর ফলে প্রৌঢ়ের সাহস আরও বেড়ে যায় বলে অভিযোগ । নিমদাঁড়ি স্টেশনের পাশেই রয়েছে তার একটি চায়ের দোকান । অভিযোগ, সেখানে কোনও মহিলা ক্রেতা জিনিস নিতে এলে তাঁর সঙ্গে খারাপ আচরণ করতেন তিনি । এ নিয়ে কয়েকবার তাকে সাবধানও করা হয়েছিল । তারপরেও আচরণ বদলায়নি । তারই মধ্যে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে স্টেশন চত্বরে ।

এই বিষয়ে নির্যাতিতা ছাত্রীর বাবা বলেন, "ও আমার মেয়ের সর্বনাশ করেছে । তাই, অভিযুক্তের ফাঁসি চাই আমরা । আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে । ও'র কড়া শাস্তি হওয়া প্রয়োজন । নইলে আরও কারও পরিবারের ক্ষতি করবে ।"

স্টেশনের পাশেই ঝুপড়ি ঘরে বাস করেন ওই নাবালিকার পরিবার । তার বাবা ক্যানসার আক্রান্ত । মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনওরকমে সংসার চালান । সোমবার বছর এগারোর ওই নাবালিকা স্থানীয় একটি মাদ্রাসায় গিয়েছিল পড়তে । সেখান থেকে ফেরার পথে হঠাৎই তার পথ আটকায় ওই প্রৌঢ় । এরপর, কিছু বুঝে ওঠার আগেই ওই নাবালিকা ছাত্রীকে সে জোর করে তুলে নিয়ে যায় পাশের একটি জঙ্গলে । অভিযোগ, সেখানেই নাবালিকাকে ধর্ষণ করে ওই প্রৌঢ় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.