ETV Bharat / state

প্রথমবার শিলিগুড়িতে তরাই হিমালয়ান ফেস্টিভ্যাল, যাবেন নাকি ? - TERAI HIMALAYAN FESTIVAL

30 রকমের স্টলে সাজবে রাস্তা ৷ যা ইচ্ছে খাওয়ার পাশাপাশি দেদার কেনাকাটির শখ থাকলে শীতের শেষ মরশুমে ঘুরে আসুন তরাই হিমালয়ান ফেস্টিভ্যাল ৷

Siliguri news
শিলিগুড়িতে প্রথমবার তরাই হিমালয়ান ফিল্ম ফেস্টিভ্যাল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2025, 5:30 PM IST

শিলিগুড়ি, 18 ফেব্রুয়ারি: উত্তরে এই প্রথমবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হতে চলেছে তরাই হিমালয়ান ফেস্টিভ্যাল । তারই বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার ৷ শহরে প্রথমবার এই ধরনের অভিনব ফেস্টিভ্যাল আয়োজন করতে চলেছে দার্জিলিং জেলা প্রশাসন । যার নাম দেওয়া হয়েছে তরাই-হিমালয়ান ফেস্টিভ্যাল ।

সেবক মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত এই ফেস্টিভ্যাল হবে বলে জানা গিয়েছে । সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মূল মঞ্চ হবে এয়ারভিউতে । মঙ্গলবার একথা জানান মেয়র গৌতম দেব । তিনি ছাড়াও এদিনের বৈঠকে ছিলেন জেলাশাসক প্রীতি গোয়েল, পুলিশ কমিশনার সি সুধাকর-সহ মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ।

আগামী 23 ফেব্রুয়ারি আয়োজিত হবে এই ফেস্টিভ্যাল । ওইদিন সেবক মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত সড়কের নাম দেওয়া হবে 'হ্যাপি স্ট্রিট'৷ রাস্তার একপাশে থাকবে 30 রকমের বিভিন্ন স্টল । খাওয়া, জামাকাপড়, প্রসাধনী ও বই-সহ একাধিক সামগ্রীর স্টল সাজানো থাকবে তোলা হ্যাপি স্ট্রিটে । ওইদিন দুপুর 12টায় ওই ফেস্টিভ্যাল শুরু হবে, যা শেষ হবে রাত 10টায় । নানা অনুষ্ঠানের মধ্যে রয়েছে ডগ শো, ছোট বাচ্চাদের ফ্যাশন শো, জুম্বা । এয়ারভিউতে মূল মঞ্চে অনুষ্ঠান করবেন সুভাষ বিশ্বকর্মা-সহ একটি আধুনিক ব্যান্ড । এই অনুষ্ঠানে পাহাড়-সমতলের সব জায়গা থেকে সকলে আসবে বলে আশাবাদী প্রশাসন । পর্যটকরাও এখানে এসে সময় কাটাতে পারবেন বলে জানা গিয়েছে ৷

মেয়র ও জেলাশাসকের বক্তব্য :

এই বিষয়ে মেয়র গৌতম দেব বলেন, "প্রথম বছর প্রশাসন এই অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছে । বাসিন্দারা দারুণ আনন্দ করতে পারবে ।"

জেলাশাসক প্রীতি গোয়েলের কথায়, "জেলা প্রশাসনের সকলে মিলে ফেস্টিভ্যাল করা হবে । আসলে মানুষ এত ব্যস্ত যে তাদের মনোরঞ্জন করার সময় নেই । তাই এই একটা দিন সকলের জন্য করা হয়েছে । সবাই মিলে এখানে এসে আনন্দ করতে পারবে । কেউ দুই ঘণ্টা থাকতে পারে কারও ইচ্ছা হলে দিনভর থাকতে পারবে । যে যেমনভাবে খুশি সময় কাটাতে পারবে । দিনভর হুল্লোড়ের আয়োজন করা হয়েছে ।"

ট্রাফিক ব্যবস্থা :

ওই ফেস্টিভ্যালের দিনে শহরে কোনও বড় গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না । ভেনাস মোড় থেকে গাড়ি বর্ধমান রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে । বড় গাড়ি নৌকাঘাট মোড় দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে । অন্যদিকে, চেকপোস্ট থেকে ইস্টার্ন বাইপাস দিয়ে এনজেপির দিকে ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি ।

শিলিগুড়ি, 18 ফেব্রুয়ারি: উত্তরে এই প্রথমবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হতে চলেছে তরাই হিমালয়ান ফেস্টিভ্যাল । তারই বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার ৷ শহরে প্রথমবার এই ধরনের অভিনব ফেস্টিভ্যাল আয়োজন করতে চলেছে দার্জিলিং জেলা প্রশাসন । যার নাম দেওয়া হয়েছে তরাই-হিমালয়ান ফেস্টিভ্যাল ।

সেবক মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত এই ফেস্টিভ্যাল হবে বলে জানা গিয়েছে । সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মূল মঞ্চ হবে এয়ারভিউতে । মঙ্গলবার একথা জানান মেয়র গৌতম দেব । তিনি ছাড়াও এদিনের বৈঠকে ছিলেন জেলাশাসক প্রীতি গোয়েল, পুলিশ কমিশনার সি সুধাকর-সহ মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ।

আগামী 23 ফেব্রুয়ারি আয়োজিত হবে এই ফেস্টিভ্যাল । ওইদিন সেবক মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত সড়কের নাম দেওয়া হবে 'হ্যাপি স্ট্রিট'৷ রাস্তার একপাশে থাকবে 30 রকমের বিভিন্ন স্টল । খাওয়া, জামাকাপড়, প্রসাধনী ও বই-সহ একাধিক সামগ্রীর স্টল সাজানো থাকবে তোলা হ্যাপি স্ট্রিটে । ওইদিন দুপুর 12টায় ওই ফেস্টিভ্যাল শুরু হবে, যা শেষ হবে রাত 10টায় । নানা অনুষ্ঠানের মধ্যে রয়েছে ডগ শো, ছোট বাচ্চাদের ফ্যাশন শো, জুম্বা । এয়ারভিউতে মূল মঞ্চে অনুষ্ঠান করবেন সুভাষ বিশ্বকর্মা-সহ একটি আধুনিক ব্যান্ড । এই অনুষ্ঠানে পাহাড়-সমতলের সব জায়গা থেকে সকলে আসবে বলে আশাবাদী প্রশাসন । পর্যটকরাও এখানে এসে সময় কাটাতে পারবেন বলে জানা গিয়েছে ৷

মেয়র ও জেলাশাসকের বক্তব্য :

এই বিষয়ে মেয়র গৌতম দেব বলেন, "প্রথম বছর প্রশাসন এই অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছে । বাসিন্দারা দারুণ আনন্দ করতে পারবে ।"

জেলাশাসক প্রীতি গোয়েলের কথায়, "জেলা প্রশাসনের সকলে মিলে ফেস্টিভ্যাল করা হবে । আসলে মানুষ এত ব্যস্ত যে তাদের মনোরঞ্জন করার সময় নেই । তাই এই একটা দিন সকলের জন্য করা হয়েছে । সবাই মিলে এখানে এসে আনন্দ করতে পারবে । কেউ দুই ঘণ্টা থাকতে পারে কারও ইচ্ছা হলে দিনভর থাকতে পারবে । যে যেমনভাবে খুশি সময় কাটাতে পারবে । দিনভর হুল্লোড়ের আয়োজন করা হয়েছে ।"

ট্রাফিক ব্যবস্থা :

ওই ফেস্টিভ্যালের দিনে শহরে কোনও বড় গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না । ভেনাস মোড় থেকে গাড়ি বর্ধমান রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে । বড় গাড়ি নৌকাঘাট মোড় দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে । অন্যদিকে, চেকপোস্ট থেকে ইস্টার্ন বাইপাস দিয়ে এনজেপির দিকে ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.