Shatrughan Sinha:কেন্দ্রের সরকার অর্থশক্তি নিয়ে ক্ষমতায় এসেছে, কটাক্ষ শত্রুঘ্নের
🎬 Watch Now: Feature Video
রাজ্যে পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে ততই রাজনীতির ময়দানে সক্রিয় হয়ে উঠছে ডান-বাম সব শিবির ৷ সব রাজনৈতিক শিবিরই তাদের হেভিওয়েট নেতাদের দিয়ে গ্রাম বাংলায় প্রচার চালাতে চাইছে ৷ শনিবার পঞ্চায়েত ভোটের পূর্বে বিজেপি'র বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বড়জোড়া হাইস্কুল ময়দানে সভা করে তৃণমূল কংগ্রেস ৷ একদিন আগেই এখানে সভা করে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তারই পালটা এদিন তৃণমূলের সভা ৷ তৃণমূলের এদিনের সভায় যোগ দেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha is at Bankura) ৷ এদিন বক্তৃতা দিয়ে গিয়ে শত্রুঘ্ন বলেন, কেন্দ্রের বিজেপি সরকার অর্থশক্তি দিয়ে কেন্দ্রে ক্ষমতায় এসছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জনশক্তি নিয়ে ক্ষমতায় এসেছেন ৷ এদিন তিনি কেন্দ্রের আয়ুষ্মন ভারত প্রকল্প নিয়েও কটাক্ষ করেন ৷ তবে রাজ্যের স্বাস্থ্যসাথীর প্রশংসা শোনা গিয়েছে তাঁর গলায় ৷ পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের দিদির সুরক্ষা কবচ কর্মসূচিকেও স্বাগত জানান তিনি ৷ বলেন, পঞ্চায়েত ভোটের প্রচারেও তিনি আসবেন ৷ এদিন বড়জোড়া ফুটবল ময়দানে বলিউডের এই তারকাকে দেখতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।