TMC MLA Singer: 'জাগো, নতুন প্রভাত', পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে ভোটের আর্জি নারায়ণ গোস্বামীর - Ashoknagar
🎬 Watch Now: Feature Video
নিজের কণ্ঠে প্রভাতী সঙ্গীত গেয়ে নতুন বছরকে স্বাগত জানালেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী ৷ তাঁর গানের তালে তাল মেলাল কচিকাঁচারা ৷ 2023 সালের প্রথম দিনে রবিবার সকালে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বারাসতের নদীভাগ এলাকায় । মাইক্রোফোন হাতে নিয়ে গান গাইলেন বিধায়ক । আগেও বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে শ্রোতাদের মন মাতিয়েছেন তিনি ৷ আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ৷ শাসকদলে একাধিক রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে । সে বিষয়ে বিধায়ক নারায়ণ গোস্বামী জানান, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে রাজ্যের প্রতিটি ব্লকেই দিনটি উদযাপন করা হচ্ছে । পঞ্চায়েত ভোটকে সামনে রেখে আগামিকাল বৈঠক রয়েছে । সেখানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন ৷ সেইমতো আমরা পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নেব (TMC MLA celebrates new year 2023 by singing a song) ৷
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST