Delhi Shocker incident: কাঞ্ঝাওয়ালায় তরুণী মৃত্যুর ঘটনায় সামনে এল নয়া সিসিটিভি ফুটেজ - অঞ্জলির মৃত্যুর ঘটনায় নতুন সিসি টিভি ফুটেজ
🎬 Watch Now: Feature Video
দিল্লির কাঞ্ঝাওয়ালায় তরুণী মৃত্যুর ঘটনায় সামনে এল নয়া সিসিটিভি ফুটেজ ৷ এই ভিডিয়োতে দেখা গিয়েছে দিল্লির কিরাড়ি এলাকাস্থিত অঞ্জলির বাড়ি থেকে তাঁর সঙ্গে বের হচ্ছেন নিধি ৷ পুলিশ এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে (Another CCTV footage surfaced in Kanjhawala Case) ৷ উল্লেখ্য, বর্ষবরণের রাতে দিল্লির কাঞ্ঝাওয়ালায় গাড়ির ধাক্কায় স্কুটি থেকে মৃত্যু হয় অঞ্জলির ৷ এই একই স্কুটিতে সওয়ার ছিল নিধিও ৷ ঘাতক গাড়ির চালক ও তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ তারা গাড়ির চাকায় আটকে থাকা অবস্থায় তারা ওই তরুণীর দেহ প্রায় 14 কিমি নিয়ে যায় (Kanjhawala hit and drag case)৷
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST