Nalagarh Fort damaged in Landslide: হিমাচলে ভারী বৃষ্টি, ক্ষতিগ্রস্ত 602 বছরের ঐতিহাসিক নালাগড় দুর্গ - नालागढ़ में लैंडस्लाइड

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 12, 2023, 5:20 PM IST

হিমাচলে ভারী বৃষ্টি সঙ্গে পাল্লা দিয়ে প্রকৃতি তার ধ্বংসলীলা জারি রেখেছ ৷ ইতিমধ্যেই প্রবল বর্ষণে রাজ্যজুড়ে ক্ষয়ক্ষতি পরিমান বেড়ে চলেছে ৷ ক্ষতি হয়েছে প্রাচীন-ঐতিহাসিক ঐতিহ্যের ৷ ভারী বর্ষণে ভেঙে পড়েছে সোলন জেলার নালাগড় দুর্গের একাংশ ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্গের 4টি ঘর ৷ 602 বছররে পুরনো এই কেল্লা ৷ 

নালাগড় দুর্গের ইতিহাস: তথ্য অনুসারে, 1421 খ্রিস্টাব্দে রাজা বিক্রম চাঁদ নালাগড় রাজ্যে এই বিশাল দুর্গটি তৈরি করেছিলেন । এই দুর্গের ভিতরে একটি বিশাল মন্দিরও নির্মান করা হয়েছিল । সেসময়ে শহরের উপর নজর রাখা হত এই দূর্গের ভিতর থেকে ৷ বলা যায় শহরের নিরাপত্তায় অন্যতম ভূমিকা ছিল নালাগড় দূর্গের ৷ 602 বছরের পুরনো দূর্গটি বর্তমানে এক ব্যক্তি দেখাশোনা করেন ৷ 

হলুদ সতর্কতা: বেশ কিছুদিন ধরেই হিমাচল প্রদেশে ভারী বৃষ্টি হয়েছে ৷ তার জেরে বিপর্যস্ত হয়েছে জনজীবন ৷ শনিবার রাজ্য জুড়ে ভারী বৃষ্টি অব্যাহত ছিল ৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে হলুদ সতর্কতা জারি হয়েছে । বিপদ এড়াতে এলাকাবাসীদের ঘর থেকে বেড়তে বারণ করেছে ৷ বিশষত যারা নদীতীরবর্তী এলাকায় থাকেন তদেরকেও বিশেষভাবে সচেতন করেছন ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.