Mohun Bagan Victory Celebration: আইসিএল থেকে হকি, চ্যাম্পিয়নদের গ্র্য়ান্ড সেলিব্রেশন রাস্তায় রাস্তায় - ভারত সেরা মোহনবাগান
🎬 Watch Now: Feature Video
ভারত সেরা মোহনবাগান ৷ আইএসএল জয়ী মোহনবাগান ফুটবল টিম এবং কলকাতা হকি লিগে সবুজ-মেরুন শিবিরের ঐতিহাসিক জয়ে সমগ্র বেহালাজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন ক্লাব কর্তৃপক্ষের। সবমিলিয়ে, গ্রিন অ্যান্ড মেরুন ব্রিগেডের জন্য একটি দুর্দান্ত মরশুম শেষ হয়েছে সদ্য। তাই বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ড থেকে সখের বাজার পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রায় হাঁটলেন সবুজ-মেরুন জনতা। ক্লাবের তরফে বেহালার এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন প্রাক্তন থেকে বর্তমান খেলোয়াড়রা। রঙিন এই মোহনবাগানের বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল দেখার মতো ৷ মিছিল যেমন ছিল তেমনই ছিল নৌকার ট্যাবলো। পাশাপাশি বাংলার সমগ্র ঐতিহ্যকে তুলে ধরা হয়েছিল এই শোভাযাত্রায়। ছিল গরুর গাড়ি, রঙিন বেলুনের কাট আউট আর আইএসএল ট্রফি। নজর কাড়ল ঘোড়ার গাড়ি, সানাই, রণ পা, ফুটবল জাগলিং, মহিলা ঢাকি এবং ধামসা মাদল ৷ সবমিলিয়ে এক অভিনব কায়দায় সেজে ওঠে এই শোভাযাত্রা। বলা যেতে পারে, চ্যাম্পিয়নদের একেবারে গ্র্যান্ড সেলিব্রেশন।