Shatrughan Sinha: দেশে সবচেয়ে জনপ্রিয় নেত্রী মমতা, একুশের মঞ্চে দাবি শত্রুঘ্নর - তৃণমূলের শহিদ দিবস
🎬 Watch Now: Feature Video
মমতা বন্দ্যোপাধ্যায়ই দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা (Mamata Banerjee is popular leader)৷ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এ কথা বললেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha in TMC 21 July Rally)৷ বলিউডি সংলাপের কায়দাতেই এ দিন বক্তব্য পেশ করা শুরু করেন আসানসোলের সাংসদ ৷ তিনি বলেন, "আজ খামোশি হ্যায় কাল শোর আয়েগা, আজ তুমহারা ওয়াক্ত হ্যায়, কাল হামারা দৌড় আয়েগা ৷" তাঁর কথায়, গোটা দেশের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় হলেন সবচেয়ে পরীক্ষিত ও গ্রহণযোগ্য নেত্রী ৷ অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্রকে একহাত নিয়ে তিনি বলেন, এটি দেশের সবচেয়ে বড় কেলেঙ্কারি ৷ বর্তমান বিজেপি নেতৃত্ব অটলবিহারী বাজপেয়ির পথ থেকে সরে এসেছেন বলেও দাবি শত্রুঘ্নর (Shatrughan Sinha on Mamata Banerjee)৷
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST