Massive Fire in Mumbai: মধ্যরাতে বিধ্বংসী আগুন মুম্বইয়ের জাভেরি বাজারে, দেখুন ভিডিয়ো - দক্ষিণ মুম্বইয়ের কালবাদেবী এলাকায় আগুন
🎬 Watch Now: Feature Video
মুম্বইয়ে বিধ্বংসী আগুন ৷ শুক্রবার রাত 1.38 মিনিট নাগাদ দক্ষিণ মুম্বইয়ের কালবাদেবী এলাকায় আগুন লাগে ৷ দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ৷ ধাঞ্জি স্ট্রিট এলাকায় মুম্বাদেবী মন্দিরের কাছে বহুতল আবাসন হোয়াইট হাউজ বিল্ডিংয়ে আগুন লাগে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, ওই কমপ্লেক্সের মধ্যে 50 থেকে 60 জন লোক আটকে ছিল ৷ দমকল কর্মীরা পাশের একটি বাড়িতে সিঁড়ি দিয়ে ওঠেন ৷ সেখান থেকে আগুনের জায়গায় পৌঁছে আটকে থাকা সবাইকে উদ্ধার করে নিয়ে আসেন দমকল কর্মীরা ৷
দমকলের কমপক্ষে 12টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ৷ ছ'ঘণ্টারও বেশি সময় পরে সকাল 8টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে ৷ 7 তলা ওই বাড়িটির একেবারে নীচের তলা থেকে শুরু করে পাঁচতলা পর্যন্ত আগুনের গ্রাসে চলে গিয়েছিল ৷ 40 বছর বয়সি এক ব্যক্তি সামান্য আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ ঘটনাস্থলেই তাঁর চিকিৎসা করা হয় ৷ এছাড়া কারও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ আগুন এতটাই বিধ্বংসী রূপ নিয়েছিল যে প্রথম ও দ্বিতীয় তলের সিলিং, সিঁড়ির অংশ ভেঙে পড়ে ৷ আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ৷ তদন্ত শুরু হয়েছে ৷